এই মুহূর্তে ক্রীড়া/অনুষ্ঠান অন্যান্য সাহিত্য সম্পাদকীয় নোটিশবোর্ড

সোনাখালি স্কুল কন্যাশ্রীতে জেলায় প্রথম হল

Published on: August 14, 2023 । 3:43 PM

নিজস্ব সংবাদদাতা, স্থানীয় সংবাদ, ঘাটাল: জেলায় কন্যাশ্রীতে প্রথম হল দাসপুর-২ ব্লকের সোনাখালি হাইস্কুল। আজ পশ্চিম মেদিনীপুর জেলা শাসকের কার্যালয়ে কন্যাশ্রীর দশম [‘স্থানীয় সংবাদ’-এর সমস্ত কিছু জানতে এখানে ক্লিক করুন]বর্ষ উদযাপন অনুষ্ঠান ছিল। সেখানেই ওই পুরস্কারের কথা ঘোষণা করার পাশাপাশি স্কুলের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। ওই স্কুলের প্রধান শিক্ষিকা মালবিকা পাল বলেন, কন্যাশ্রী প্রকল্পের লক্ষ্যমাত্রা পূরণের বিচারেই আমরা জেলার মধ্যে প্রথম হয়েছি। এই পুরস্কার শুধু কন্যাশ্রী নয়, আমাদের স্কুলকে সমস্ত দিক থেকেই খুব উৎসাহিত করবে।
মালবিকাদেবীর সংযোজন, কন্যাশ্রী প্রকল্পের মূল উদ্দেশ্য ছিল কোনও বালিকা যেন  স্কুলছুট না হয়। বাল্য বিবাহ যাতে একটি না হয়। প্রত্যেকটি কিশোরী যেন স্কুলে গিয়ে পড়াশোনা করে। ২০২২-২০২৩ শিক্ষা বর্ষে আমরা সেই লক্ষ্যমাত্রা পূরণ করতে পেরেছি। ২০২২-’২৩ শিক্ষা বর্ষের কন্যাশ্রী প্রকল্পের লক্ষ্যমাত্রা যেটা ছিল সেটা আমরা রূপায়ন করতে পেরেছি। আমরা  ২৪৯টি কন্যাশ্রী-১ রিনিউ করেছি। যার মধ্যে আমাদের নিজেদের স্কুলের পুরানো ছাত্রী ছিল ৪৬ জন। বাকিরা পরে আমাদের স্কুলে গিয়ে ভর্তি হয়েছিল। সেই ২০৩জনেরও কন্যাশ্রী-১ রিনিউ করা হয়েছে। ১১৮টি কন্যাশ্রী-২ রিনিউ করেছি। শুধু তাই নয় ওই স্কুলের কন্যাশ্রী ক্লাবের সদস্যরাও খুব সক্রিয়। কিছু দিন আগে  কন্যাশ্রী ক্লাবের সদস্যরা জেলা সুব্রত কাপে রানার্স হয়েছিল। প্রধান শিক্ষিকা বলেন, আমাদের ব্লকের নোডাল অফিসারের সহযোগিতা ছাড়া আমাদের এই সাফল্য কখনোই আসত না।  তার পাশাপাশি স্কুলের সমস্ত শিক্ষক-শিক্ষিকা, শিক্ষা কর্মী এবং পরিচালন কমিটির সদস্যদের অবদানের কথাও তিনি বিনম্র ভাবে স্বীকার করেছেন।

তৃপ্তি পাল কর্মকার

আমার প্রতিবেদনের সব কিছু আগ্রহ, উৎসাহ ঘাটাল মহকুমাকে ঘিরে... •ইমেল: [email protected] •মো: 9933066200 •ফেসবুক: https://www.facebook.com/triptighatal •মোবাইল অ্যাপ: https://play.google.com/store/apps/details?id=com.myghatal.eportal&hl=en ইউটিউব: https://www.youtube.com/c/SthaniyaSambad

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now