এই মুহূর্তে ক্রীড়া/অনুষ্ঠান অন্যান্য সাহিত্য সম্পাদকীয় নোটিশবোর্ড

৬৩ বছরে পড়ল সোনাখালি বাজার সর্বজনীন দুর্গোৎসব

Published on: October 20, 2023 । 10:30 AM

নিজস্ব সংবাদদাতা, স্থানীয় সংবাদ, ঘাটাল: সোনাখালি বাজার সর্বজনীন দুর্গোৎসবের ৬৩ তম বর্ষের উদ্বোধন হ’ল সাড়ম্বরে। ওই পুজোটির এবারের থিম ‘মুক্তির আনন্দে আনো শান্তির পৃথিবী’। প্রতিমাটি ডাকের সাজে যেন জীবন্ত মাতৃপ্রতিমা। ১৯ অক্টোবর পঞ্চমীতে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দাসপুর-২ বিডিও অনির্বান সাহু, সোনাখালি সয়লা ব্যবসায়ী সমিতির সভাপতি নারায়ণ ঘোড়ই, পঞ্চায়েত সমিতির সদস্য ভবানন্দ মাঝি, পঞ্চায়েত সদস্য দিব্যেন্দু প্রামাণিক সহ কমিটির অন্যান্য সদস্য সহ এলাকার বিভিন্ন গুণীজন।

ওই পুজো কমিটির পক্ষ থেকে জানানো হয়, পঞ্চমীর দিন থেকেই দর্শনার্থীদের ভিড় ছিল চোখে পড়ার মতো। বহু পুরনো এই দুর্গাপূজো একসময় চালা করে শুরু হয় প্রবীণ সদস্যদের হাত ধরে। তখন আশেপাশের এলাকায় আর কোথাও পুজো হ’ত না। সেই ছোট্ট পুজো আজ ৬৩ তম বর্ষে পদার্পণ করল। আগামীদিনে এইভাবেই পুজোটিকে এগিয়ে নিয়ে যেতে এলাকার নবীন ও তরুণ প্রজন্মকে এগিয়ে আসার আহ্বান জানান পুজো কমিটির বর্তমান কর্মকর্তারা।

রবীন্দ্র কর্মকার

ঘাটাল মহকুমার যে কোনও ঘটনা ও তথ্য জানা থাকলে আমাকে সঙ্গে সঙ্গে শেয়ার করুন। মো: 9933998177

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now