এই মুহূর্তে ক্রীড়া/অনুষ্ঠান অন্যান্য সাহিত্য সম্পাদকীয় নোটিশবোর্ড

E-Paper

মহাষ্ঠীতে জাল থেকে বনদপ্তরের হাতে তিন নাগ নাগিন

Published on: October 22, 2020 । 4:04 PM

অরুণাভ বেরা: ষষ্ঠীতে উদ্ধার তিন নাগ নাগিন। আজ ২২ সেপ্টেম্বর সকালে ঘাটাল থানার বেলসর গ্রাম থেকে তিনটি প্রমাণ সাইজের গোখুরোকে উদ্ধার করে নিয়ে গেল বনদপ্তর। বেলসর গ্রামের গণেশ মন্ডল লঙ্কা চারা তৈরির জন্য জমির খানিকটা জাল দিয়ে ঘিরে রেখেছিলেন। পাখি বা গরু ছাগল চারা না নষ্ট করে সেইজন্য এই জাল দেওয়া হয়েছিল। আজ সকালে সেই জালে তিন তিনটি প্রমাণ সাইজের গোখুরোকে দেখে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। বনদপ্তরকে খবর দেওয়া হলে বনদপ্তরের ওয়াইল্ড লাইফ রিকোভারি টিম সাপগুলিকে উদ্ধার করে। বেলসর গ্রামের বাসিন্দা কৌশিক মন্ডল বলেন গ্রামের মানুষ আর সাপ না মেরে বনদপ্তরকে খবর দিচ্ছেন, এটা সচেতনতার খুব ভালো লক্ষণ। বনদপ্তরের ওয়াইল্ড লাইফ রিকোভারি টিমের সদস্য মলয় ঘোষ বলেন ওই এলাকায় এই রকম গোখুরো আরও রয়েছে। সাপগুলি দেখা গেলে আমরা বনদপ্তরে খবর দিতে বলেছি। আজকের উদ্ধার করা সাপগুলির স্বাস্থ্য পরীক্ষার পর সাপগুলিকে গভীর জঙ্গলে ছেড়ে দেওয়া হবে। •ভিডিও
ঘাটাল মহকুমার সমস্ত খবর পেতে আমাদের MyGhatal মোবাইল অ্যাপ ডাউনলোড করুন [লিঙ্ক 👆] এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন[লিঙ্ক 👆]

বাবলু মান্না

'স্থানীয় সংবাদ'-এর Senior Reporter. ঘাটাল মহকুমার যে কোনও খবরের জন্য আমাকে কল করতে পারেন। •মো: 9933998177/ 9732738015 •ইমেল: [email protected]

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now