চন্দ্রকোনায় বাড়ির ভিতর থেকে বিষধর সাপ উদ্ধার করতে গিয়ে হিমশিম অবস্থা বনদপ্তরের।পরিত্যক্ত বাড়ি পরিষ্কার করতে গিয়ে বিষধর সাপ দেখতে পেয়ে রীতিমতো চাঞ্চল্য ছড়ায় চন্দ্রকোনার ইলামবাজারে,ঘটনাস্থলে বনদপ্তরের কর্মীরা পৌঁছে সাপ উদ্ধার নামে। আজ রবিবার সাড়ে বারোটা নাগাদ এমনই ঘটনা ঘটে পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা ২ ব্লকের চন্দ্রকোনা পৌরসভার ১ নং ওয়ার্ড ইলামবাজার এলাকায় রণজিৎ দে নামের এক ব্যক্তির বাড়িতে।
ওই ব্যক্তির বসতবাড়ির পাশেই একটি পরিত্যক্ত বাড়ি পরিষ্কার করতে গিয়ে দুটি বিষধর সাপ দেখতে পান। খবর দেওয়া হয় ধামকুড়িয়া বিট অফিসে,বিট অফিসার সহ বনদপ্তরের কর্মীরা পৌঁছে দীর্ঘ চেষ্টার পর উদ্ধার হয় একটি সাপ। সাপ দেখতে ভিড় জমে যায় ওই ব্যক্তির বাড়িতে। পরিত্যক্ত বাড়ির ভিতর জঞ্জাল সরিয়ে বৃহদাকার বিষধর সাপ ধরতে রীতিমতো হিমশিম খেতে হয় বনদপ্তরের কর্মীদের।বনদপ্তরের তরফে জানানো হয়,বৃহদাকার সাপটি বিষধর গোখরো,স্বাস্থ্য পরীক্ষার পর জঙ্গলে ছেড়ে দেওয়া হবে।যদিও একটি উদ্ধার হলেও আর একটি আগেই পালিয়ে যায় বলে জানাযায়।