শ্রীকান্ত ভুঁইঞা:বরাত জোরে বিষধর চন্দ্রবোড়ার কামড় থেকে বাঁচলেন শাক বিক্রেতা এবং সেই সাথে একাধিক ক্রেতাও। দাসপুরের সোনামুই হাটে আজ ২ জুলাই বৃহস্পতিবার সকালে কল্মীশাকের গামলা মাথায় করে সোনামুই হাটে বিক্রয়ের জন্য এসেছিলেন দাসপুর ২ ব্লকের লক্ষ্মণচক গ্রামের অনিমা জানা।
কিছু শাক বিক্রয়ের পর হঠাৎই শাকের মধ্য থেকে বেরিয়ে আসে প্রায় এক ফুট দৈর্ঘ্যের বাচ্চা চন্দ্রবোড়া। বরাত জোরে সাপের কামড় থেকে বাঁচেন তিনি। সাপটিকে মেরে ফেলা হয়। অনিমা দেবি বলেন, মাথায় বা শাক বিক্রয়ের মাঝে তাকে কিংবা যারা ওই শাক কিনছিলেন তাদেরকেও কামড় দিতে পারত ওই সাপ! বরাত জোরে এ যাত্রায় বেঁচে গেলাম।