অরুণাভ বেরা: ২৮ জুলাই ঘাটালের চাউলি থেকে একটি চন্দ্রবোড়া সাপ উদ্ধার করল বনদপ্তর। ঘাটাল পুরসভার ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা সুনীল পালের বাড়ির শোবার ঘরে খাটের নিচে সাপটিকে দেখা যায়। এরপর বনদপ্তরে খবর দেওয়া হলে উদ্ধারকারী দল গিয়ে সাপটিকে ধরে নিয়ে যায়। উদ্ধারকারী দলের তরফে মলয় ঘোষ জানান, সাপটির দৈর্ঘ্য প্রায় ৫ ফুট। সাপটির শারীরিক পরীক্ষার পরে তাকে গভীর জঙ্গলে ছেড়ে দেওয়া হবে বলে বনদপ্তর জানায়। বর্তমানে ঘাটাল মহকুমার মানুষজন সাপ সম্পর্কে যথেষ্ট সচেতন হয়েছেন। এখন আর সাপ দেখলেই আতঙ্কে মেরে ফেলা হয় না। পরিবেশ রক্ষার্থে সাপকেও বাঁচিয়ে রাখা যে দরকার তা জনসাধারণ বুঝতে শুরু করেছেন। একই সঙ্গে সাপের কামড়ে ওঝা বা গুনিনের তুকতাকে বিশ্বাস না করে সঠিক সময়ে হাসপাতালে চিকিৎসা করে রক্ষা পাচ্ছেন। তবুও প্রত্যন্ত অঞ্চলগুলিতে এখনও কুসংস্কারের অন্ধকার রয়ে গিয়েছে। ওইসব জায়গাগুলিতে এখনও সাপের কামড়ের চিকিৎসা ঝাড়ফুঁকেই করতে গিয়ে অকালেই মৃত্যু হচ্ছে অনেকের। এরজন্য পরিবেশ কর্মীদের এগিয়ে গিয়ে আরও বেশি করে সচেতনতামূলক অভিযান চালাতে হবে বলে মনে করছেন সচেতন মানুষজন।