সাপ ধরতে জলে ঝাঁপ বনকর্মীর, ধরা পড়ল লম্বা এক গোখরা

নিজস্ব সংবাদদাতা: মাছ ধরার ঘুনিতে সাপ পড়ার খবর শুনে বনকর্মী মলয় ঘোষকে সঙ্গে নিয়ে দাসপুরের আজুড়িয়াতে পৌঁছে যান ঘাটাল রেঞ্জের অফিসার বিশ্বনাথ মুদিকোরা।

https://youtu.be/gU4TWdvfLCA

দেখা যায় ঘুনির মধ্যে বড় এক গোখরা সাপ আটকে রয়েছে। কর্মী মলয় ঘোষ সাপ ধরার বিশেষ এক স্টিক নিয়ে সাপটিকে ঘুনি থেকে উদ্ধার করতে শুরু করেন। ঠিক সেই সময় প্রায় ৭ ফুট লম্বা গোখরা সাপটি তাল বুঝে ঘুনি থেকে বেরিয়ে নয়নজুলির পাড় টপকে জল দিয়েই ছুটতে থাকে। হাল না ছেড়ে মলয়বাবু প্রানের ঝুঁকি নিয়েই সটান জলে ঝাঁপ দেন ও কায়দা করে সাপটিকে স্টিকের মধ্যে আটক করে বস্তাবন্দী করেন। আজ ১৯ জানুয়ারী সকালের এই ঘটনা দেখতে  আজুড়িয়া গ্রামের উৎসুক জনতা ভিড় জমান। সাপটিকে বনকর্মীরা নিয়ে গিয়ে জঙ্গলে ছাড়ার ব্যবস্থা করেন।

ঘাটাল মহকুমার সমস্ত আপডেট তে যুক্ত হন আমাদের সাথে!

‘স্থানীয় সংবাদ’ •ঘাটাল •পশ্চিম মেদিনীপুর-৭২১২১২ •ইমেল: ss.ghatal@gmail.com •হোয়াটসঅ্যাপ: 9933998177/9732738015/9932953367/ 9434243732 আমাদের এই নিউজ পোর্টালটি ছাড়াও ‘স্থানীয় সংবাদ’ নামে একটি সংবাদপত্র, MyGhatal মোবাইল অ্যাপ এবং https://www.youtube.com/SthaniyaSambad ইউটিউব চ্যানেল রয়েছে।