এই মুহূর্তে ক্রীড়া/অনুষ্ঠান অন্যান্য সাহিত্য সম্পাদকীয় নোটিশবোর্ড

E-Paper

এক ছোবলেই সব শেষ! মর্মান্তিক ঘটনা দাসপুরে

Published on: August 30, 2024 । 10:34 AM

সুপ্রিয় চক্রবর্তী, ‘স্থানীয় সংবাদ’, ঘাটাল: খিদে পেটেই থামল গৃহবধূর জীবন, চোখের সামনেই সবটা দেখে ভাষা হারিয়েছেন স্বামী। স্বামীর সহধর্মিনী থেকে স্বামীর সহমর্মিনী হয়ে উঠেছিলেন। সংসারের দায়িত্ব ভাগ করে নিয়েছিলেন দুজনে। স্বামীর ব্যবসা দায়িত্বও সামলাতেন কাঁধে কাঁধ মিলিয়ে। গতকাল ২৮ আগস্ট সন্ধ্যায় এই চেনা ছক পাল্টে গেল দাসপুর থানার নবীন বাসুদেবপুরের নিশীথ প্রামাণিক এবং তাঁর স্ত্রী আশালতা প্রামাণিকের জীবনে।

নিশীথবাবুর সারের দোকান রয়েছে কিশোরপুরে। সেখানেই নিয়মিত চলে যেতেন আশালতা। সন্ধ্যায় বাড়িতে এসে জলখাবার খেয়ে রান্নাবান্না করতেন। গতকাল সন্ধ্যার মুখে খিদে পাচ্ছিল আশাদেবীর। বাড়ি আসতে চাইছিলেন তিনি। একটু অন্ধকার হয়ে এসেছিল, তাই সাইকেলে আশাদেবী আগে আগে আসছিলেন, পিছনে বাইকে ছিলেন নিশীথবাবু। স্ত্রীকে আলো দেখিয়ে বাড়ি পৌঁছে দিচ্ছিলেন। বাড়ির প্রায় সামনে ঢালে নামতে যাবেন সে সময় বাইকের স্টার্ট বন্ধ হয়ে যায়, তার আগের মূহূর্তে একটি সাপ দেখেন নিশীথবাবু। স্ত্রীকে সাবধান করার আগেই সাপটির লেজে সাইকেলের সামনের চাকাটি লেগে গিয়েছিল। মুহূর্তের মধ্যে সাপটি আশাদেবীর পায়ে ছোবল দেয়। রাস্তার উপরেই লুটিয়ে পড়েন তিনি। সঙ্গে সঙ্গে দশ পনের মিনিটের মধ্যে আশাদেবীকে দাসপুর গ্রামীণ হাসপাতালে আনা হলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন।

এদিকে ওই গৃহবধূর অকাল মৃত্যুতে ভাষা হারিয়েছেন তার স্বামী। কথা বলার অবস্থায় নেই মেয়ে। আজ বিকেলে ময়নাতদন্তের পর গৃহবধূর মৃতদেহ গ্রামে পৌঁছায়। এলাকায় তখন নিস্তব্ধ পরিবেশ, শোকাচ্ছন্ন গোটা গ্রাম। সর্পাঘাতের পর এই মৃত্যু হলেও এই মৃত্যুর নেপথ্যে হয়তো ভয় থেকে হার্ট অ্যাটাক। তেমনটাই মনে করছেন পরিবেশবিদ সুব্রত বুড়াই।

 

নিউজ ডেস্ক

‘স্থানীয় সংবাদ’ •ঘাটাল •পশ্চিম মেদিনীপুর-৭২১২১২ •ইমেল: [email protected] •হোয়াটসঅ্যাপ: 9933998177/9732738015/9932953367/ 9434243732 আমাদের এই নিউজ পোর্টালটি ছাড়াও ‘স্থানীয় সংবাদ’ নামে একটি সংবাদপত্র, MyGhatal মোবাইল অ্যাপ এবং https://www.youtube.com/SthaniyaSambad ইউটিউব চ্যানেল রয়েছে।