এই মুহূর্তে ক্রীড়া/অনুষ্ঠান অন্যান্য সাহিত্য সম্পাদকীয় নোটিশবোর্ড

E-Paper

৫০ লক্ষ টাকা ব্যয়ে ঘাটাল শহরে ট্রাফিক সিগন্যাল বসছে

Published on: September 23, 2019 । 9:48 AM

সৌমেন মিশ্র: অবশেষে ঘাটাল শহরে ট্রাফিক সিগন্যাল বসতে চলেছে। ট্রাফিক পুলিশ নয়, ঘাটাল পুরসভার উদ্যোগেই ওই ট্রাফিক সিগন্যাল সিস্টেমটি বসানো হবে। পুরসভার চেয়ারম্যান বিভাসচন্দ্র ঘোষ বলেন, আমরা প্রায় ৫০ লক্ষ টাকার ট্রাফ্রিক সিগন্যালের একটি প্রোজেক্ট সংশ্লিষ্ট দপ্তরে জমা দিয়েছি। প্রোজেক্টটির অনুমোদন মিলে গেলেই কাজ শুরু করা হবে।
আপাতত সাতটি জায়গায় ওই ট্রাফ্রিক সিগন্যাল পয়েন্ট করার পরিকল্পনা নিয়েছে পুরসভা। ওই পয়েন্টগুলি হল বিবেকানন্দ মোড়, কেন্দ্রীয় বাসস্ট্যান্ড, পুরানো এলআইসি মোড়, কলেজ মোড়, হাসপাতাল চক, স্টেডিয়াম বাসস্টপ (বারো হাত কালী) এবং কুশপাতা বাসস্টপ। প্রত্যেকটি অটো সিগন্যালিং সিস্টেম থাকবে। পুরো সিগন্যাল সিস্টেমটি ঘাটাল থানা থেকে মনিটারিং করা হবে বলে পুরসভা সূত্রে জানানো হয়েছে।
তবে ওই ট্রাফিক সিগন্যালটি পুরসভার ব্যবস্থাপনায় বসানো হলেও পরবর্তী কালে ওই সিগন্যাল সিস্টেমটির দেখভালের দায়িত্ব পুরসভা নিতে ইচ্ছুক নয়। চেয়ারম্যান বলেন, এমনিতেই পুরসভার নিজস্ব তহবিল তেমন নেই। সেই তহবিল থেকে নানা রকম মাসিক খরচ বহন করতে হয়। তারওপর সিসি ক্যামেরা, সিগন্যালিং সিস্টেম চালু করে দেওয়ার পর বরাবর সেই খরচ পুরসভার পক্ষে চালিয়ে যাওয়া কোনও ভাবেই সম্ভব নয়।

সৌমেন মিশ্র

পাঠকের কাছে তথ্য ভিত্তিক সত্য সংবাদ পৌঁছে দেওয়াই আমার দায়িত্ব। মোবাইল-৯৯৩২৯৫৩৩৬৭

পড়তে ভুলবেন না

দেড় মাসের বিবাহিত জীবন,স্বামীর সাথে মা আরও ৪ টি প্রাণ শেষ!

বিশ্ব পরিবেশ দিবসে ঘাটাল বি.এড.কলেজ ক্যাম্পাসে ভেষজ উদ্যানের সূচনা

ঘাটালের এই বৃদ্ধের দিনকাটে কলকাতার কালীঘাটে ভিক্ষা করে, ফিরতে চান ছেলেদের কাছে নিজের বাড়িতে!

দাসপুরে পুলক মাস্টারের হাত ধরে নাট্য বিপ্লব,সময়ের বাইরে গিয়ে শিক্ষকের নাট্য চর্চা

ঘাটাল জুড়ে ভয়াবহ পথ দুর্ঘটনা! মর্মান্তিক মৃত্যু! প্রাণ বাঁচাতে যা করবেন। দেখে রাখুন দুর্ঘটনার কবলে পড়ে চেনা অচেনা মানুষগুলো প্রাণে বেঁচে যেতে পারেন

উচ্চ বেতনের চাকরি ছেড়ে জনসেবার উদ্দেশ্যে IAS পরীক্ষার প্রস্তুতি! ঘাটালে কর্মশালায় জেলাশাসকের বক্তব্যে আপ্লুত ছাত্রছাত্রীরা