এই মুহূর্তে ক্রীড়া/অনুষ্ঠান অন্যান্য সাহিত্য সম্পাদকীয় নোটিশবোর্ড

E-Paper

লকডাউনে শুভাশিস রায়ের উদ্যোগে তৈরি দ্বিতীয় শর্ট-ফিল্মও সুপারহিট

Published on: May 17, 2020 । 1:38 PM

সুইটি রায়: ঘাটাল মহকুমার গর্ব শুভাশিস রায়ের উদ্যোগে এই লকডাউনের মধ্যেই আবার তৈরি হল একটি শর্ট ফিল্ম ‘নতুন পৃথিবী গড়ব আমরা’।  যে ফিল্মে ঘাটাল, দাসপুর ও কলকাতার বিভিন্ন কলাকুশলীরা অভিনয় করেছেন। সমস্ত ফিল্মটি এডিটিং করেছেন দীপ নিয়োগী। শুভাশিসবাবুর কয়েক সপ্তাহের আগের শর্ট ফিল্ম ‘প্যানিক’-এর মতো এটাও দর্শকদের মন কাড়বে বলে আশাকরা হচ্ছে।

করোনা বর্তমানে আতঙ্কের আর এক নাম। যার অঙ্গুলিহেলনে তটস্থ গোটা বিশ্ব। এই মারণ ভাইরাসের ভয়ানক থাবা থেকে বাঁচতে চলছে লকডাউন। বন্ধ দেশের প্রায় সমস্ত অফিস-আদালত, স্কুল- কলেজ,কল-কারখানা। বন্ধ পরিবহণ ও। তাই অসুবিধায় পড়ছেন অনেকেই। করোনা কেড়ে নিয়েছে অনেক মানুষের কাছ থেকে তাদের প্রিয়জন, তাদের রুজি রোজকার এমনকি কাজের সুযোগ ও।কিন্তু একটা জিনিস ভাবতে খুবই ভালো লাগে যে এত কিছু হারিয়েও আমরা এমন কিছু পেয়েছি যেটা পাওয়ার কথা আমরা কখনও স্বপ্নেও কল্পনা করিনি। করোনার কারণে হওয়া লকডাউনের ফলে কমে গেছে দূষণ। সেরে উঠছে মানবসভ্যতার দ্বারা হওয়া ধরিত্রীর ক্ষতগুলি, সেজে উঠছে পৃথিবী তার নিজের রূপে। কিছুদিনের জন্য হলেও আমরা দেখতে পাচ্ছি খোলা আকাশ, নিতে পারছি মুক্ত বাতাস, শুনতে পাচ্ছি পাখিদের গান। আর হয়তো এর জন্যই পৃথিবীর আয়ু বেড়ে যাবে আরো কয়েকশ বছর। আমাদের পরবর্তী প্রজন্ম ও হয়ত এর ফল দেখতে পাবে। কিন্তু এই লকডাউন আর লকডাউন পরবর্তী পৃথিবী নিয়ে নতুন প্রজন্ম কী ভাবছে? তারাও কি এই নতুন পৃথিবীকেই চায়? তারাও কি দূষণমুক্ত নতুন পৃথিবীকে গড়তে উদ্যোগ নেবে?

এই ভাবনাকে কাজে লাগিয়েই বিশিষ্ট চিত্র পরিচালক রানা বন্দ্যোপাধ্যায় তৈরি করেছেন একটি বার্তাবহ শর্ট ফিল্ম। সহকারী চিত্র পরিচালকের ভূমিকায় রয়েছেন ঘাটালের বিশিষ্ট বাচিক শিল্পী ও অভিনেতা শুভাশিস রায়। ছবিটি সম্পূর্ণই ঘাটালের জ্যাকসন অডিওতে বানানো। ছবিটির এডিটিং, সাউন্ড ও মিউজিকে রয়েছেন  দীপ নিয়োগী(ঘাটাল)। ‘নতুন পৃথিবী গড়ব আমরা’ নামের  মিনিট পাঁচেকের এই শর্ট ফিল্মটিতে পৃথিবীকে নতুন করে গড়ার জন্য শিশুদের উদ্যোগ দারুণ ভাবে ফুটে উঠেছে। ঘাটাল, দাসপুর ও কলকাতার বিভিন্ন কলাকুশলীরা অভিনয় করেছেন এখানে। অভিনয় করেছেন পূজিতা বন্দোপাধ্যায়, রাজনন্দিনী ভদ্র, রায়ান রায়, সারণ্য বন্দোপাধ্যায়, সোমদীপ ঘোড়ই, শিরিনা ভট্টাচার্য, মেহেরিন আদা, অদ্রিজা বন্দ্যোপাধ্যায়, মনিকা মাইতি রায়, রাই বন্দ্যোপাধ্যায় এবং সারণ্য শীল। অতিথি শিল্পী হিসেবে রয়েছেন টেলিভিশনের অত্যন্ত জনপ্রিয় ও পরিচিত মুখ সোমা চক্রবর্তী ও রাণা বন্দ্যোপাধ্যায়।  সোমাদেবীর জন্ম দাসপুর গঞ্জে। দাসপুর হাইস্কুল থেকে পড়াশোনা। লকডাউনের সমস্ত বিধিনিষেধ ও ‘সোশ্যাল ডিসট্যান্স ‘মেনেই যে যার বাড়ি থেকেই করেছেন শ্যুটিং হয়েছে বলে শুভাশিসবাবু জানান।

নিউজ ডেস্ক

‘স্থানীয় সংবাদ’ •ঘাটাল •পশ্চিম মেদিনীপুর-৭২১২১২ •ইমেল: [email protected] •হোয়াটসঅ্যাপ: 9933998177/9732738015/9932953367/ 9434243732 আমাদের এই নিউজ পোর্টালটি ছাড়াও ‘স্থানীয় সংবাদ’ নামে একটি সংবাদপত্র, MyGhatal মোবাইল অ্যাপ এবং https://www.youtube.com/SthaniyaSambad ইউটিউব চ্যানেল রয়েছে।