✔বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী তৃণমূল
তৃপ্তি পাল কর্মকার: দাসপুর-২ ব্লকের জোৎঘনশ্যাম নীলমণি হাইস্কুলের পরিচালন কমিটির শিক্ষক প্রতিনিধি নির্বাচনে তৃণমূল প্রতিনিধিরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করলেন। তৃণমূল নেতা অঞ্জন সামন্ত বলেন, আজ মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ছিল। এবিটিএ পক্ষ থেকে কোনও আসনেই প্রার্থী দিতে পারেনি। যদিও এবিটিএ জানিয়েছে, স্কুলের মধ্যে গণতান্ত্রিক পরিবেশ না থাকার জন্য তারা ইচ্ছে করেই কোনও প্রার্থী দেয়নি।
✔করোনাতে কেউ সংক্রমিত নন
শিখা বেরা: দাসপুর-২ ব্লকের গোছাতি গ্ৰাম পঞ্চায়েতের উদ্যোগে জোতভগবান হাইস্কুলে ৭০ জনের র্যাপিড টেস্ট করা হয়েছিল। ৭০ জনেরই রিপোর্ট নেগেটিভ এসেছে।
✔করোনাতে ৮ জন আক্রান্ত
ইন্দ্রজিৎ মিশ্র: দাসপুর-২ ব্লকের গৌরা গ্রাম পঞ্চায়েতে করোনার অ্যান্টিজেন টেস্টে ৬৫ জনের মধ্যে আট জন করোনা পজিটিভ চিহ্নিত হলেন। আজ শনিবার দাসপুর-২ ব্লকের গৌরা গ্রাম পঞ্চায়েতে স্বাস্থ্য দপ্তরের উদ্যোগে করোনার র্যাপিড টেস্ট করা হয়। স্থাস্থ্য দপ্তরের তরফে জানা গেছে, এদিন মোট ৬৫ জনের অ্যান্টিজেন টেস্ট হয়। তাদের মধ্যেই ৮ জনের রিপোর্ট পজিটিভ হয়। আক্রান্তদের ৮ জন রয়েছেন গৌরা কলোড়া ও নন্দনপুর এলাকার। আক্রান্তদের শারীরিক অবস্থা অনুযায়ী চিকিৎসার ব্যবস্থা করছে জেলা স্বাস্থ্য দপ্তর।
✔ভিন রাজ্যের শ্রমিকদের নিয়ে সংগঠন
অরুণাভ বেরা: যেসব শ্রমিকরা ভিন রাজ্যে কাজ করেন তাঁদের একটি অভিন্ন সংগঠনের ছাতার তলায় আনার উদ্যোগ নিল সি আই টি ইউ। এই কারণে সারা দেশের সাথে পশ্চিমবঙ্গে একটি নতুন সংগঠন পথচলা শুরু করলো। সংগঠন টির নাম ওয়েস্ট বেঙ্গল মাইগ্রেন্ট ওয়ার্কারস ইউনিয়ন ।ভিন রাজ্যে কাজ করা শ্রমিকদের সামাজিক সুরক্ষা নিশ্চিত করা, কাজ পাওয়া, এমনকি তাদের পরিচয় পত্র দেওয়ার দাবি জানিয়েছে নতুন গঠিত এই সংগঠন। সংগঠনটির ঘাটাল ব্লক কমিটির সভাপতি নিযুক্ত হয়েছেন শিব শংকর চক্রবর্তী, সম্পাদক কাশীনাথ দত্ত এবং শেখ সাত্তার আলি। অক্টোবর মাসের ১৮ তারিখে তৈরি হবে জেলা কমিটি।•ভিডিও…
✔ওভারলোডেড ট্রাক আটকানো হল
রবীন্দ্র কর্মকার: ঘাটাল-পাঁশকুড়া সড়কের বেলিয়াঘাটা বাসস্টপ একটি গ্রামীণ সড়ক যোজনার রাস্তা দাসপুর-২ ব্লকের জ্যোৎঘনশ্যাম পর্যন্ত গিয়েছে। ওই রাস্তা দিয়ে নিয়ম বিরুদ্ধভাবে ওভারলোডেড গাড়ি গিয়ে গিয়ে রাস্তাটি বেহাল করে দিচ্ছে বলে অভিযোগ। তাই আজ বিকেলে স্থানীয় বাসিন্দারা একটি ওভারলোডেড গাড়ি আটকে বিক্ষোভ দেখালেন। •ভিডিও…
✔তৃণমূলের ধিক্কার মিছিল
ইন্দ্রজিৎ মিশ্র: বিজেপি শাসিত উত্তরপ্রদেশের কিশোরী মনীষা বাল্মিকীকে গণধর্ষণ করে হত্যা এবং সরকারি ব্যবস্থাপনায় নিমেষের মধ্যে মৃতদেহ সৎকারের বিরুদ্ধে ব্লকে ব্লকে ধিক্কার মিছিল এর ডাক দিয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ দাসপুর-১ ব্লকের তৃণমূল কংগ্রেসের ধিক্কার মিছিল হলো গৌরা থেকে খুকুড়দহ লক্ষ্মী বাজার পর্যন্ত। একই ইস্যুতে চন্দ্রকোণাতে তৃণমূল মিছিল করে •ভিডিও…
✔কৃষি বিল নিয়ে বিজেপির মিছিল
শ্রীকান্ত ভুঁইঞা: আজ চন্দ্রকোণায় কেন্দ্রীয় কৃষি বিল নিয়ে মিছিল করল বিজেপি। মিছিলে লোকসমাগম ছিল চোখে পড়ার মতো। •ভিডিও…
•ঘাটাল মহকুমার সমস্ত খবর পেতে আমাদের MyGhatal মোবাইল অ্যাপ ডাউনলোড করুন [লিঙ্ক 👆] এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন[লিঙ্ক 👆]।