চন্দ্রকোণায় কাউন্সিলরের উদ্যোগে সরবত বিতরণ করা হল শিব ভক্তদের

মন্দিরা মাজি, ‘স্থানীয় সংবাদ’, ঘাটাল: চন্দ্রকোণা টাউনের ৬ নম্বর ওয়ার্ড চুড়িপুকুর এলাকায় সমস্ত শিব ভক্তদের সরবত বিতরণ করা হচ্ছে ওই ওয়ার্ডের কাউন্সিলরের উদ্যোগে।

আজ ১৮ আগস্ট শুক্রবার শ্রাবণ মাসের শেষদিন অর্থাৎ সংক্রান্তি। শ্রাবণ মাস মানেই শিবের জন্মমাস। তাই এই মাসে শিবভক্তরা শিবের মাথায় জল ঢালতে বাঁক কাঁধে ছুটে যান তারকেশ্বর, রসকুণ্ডু সহ একাধিক বাবার মন্দিরে। আজ শ্রাবণ মাসের শেষদিন তাই ভক্তরা জল ঢালতে বাঁক কাঁধে ছুটে যাচ্ছেন। চন্দ্রকোণা টাউনের ৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সৌরভ চক্রবর্তীর উদ্যোগে রাস্তা দিয়ে যাওয়া সমস্ত শিব ভক্তদের সরবত দেওয়া হচ্ছে। সৌরভবাবু বলেন, ভক্তরা দীর্ঘ পথ অতিক্রম করে শুধুমাত্র শিবের মাথায় জল ঢালার জন্য যাচ্ছেন। তাই জলদান করে তাদের যদি একটু সেবা করতে পারি তার থেকে বড় কিছু হয় না বলে আমি মনে করি। সকাল ৬ টা থেকে সরবত বিতরণ করা শুরু হয়েছে, চলবে সন্ধ্যা পর্যন্ত। ইতিমধ্যেই হাজার হাজার ভক্তরা যাচ্ছেন ওই রাস্তা দিয়ে।

 

ঘাটাল মহকুমার সমস্ত আপডেট তে যুক্ত হন আমাদের সাথে!

•‘স্থানীয় সংবাদ’-এর সাংবাদিক। ঘাটাল মহকুমার যেকোনও খবর আমাকে সরাসরি পাঠাতে পারেন। মো: 9933998177/ 9732738015