সৌমেন মিশ্র, স্থানীয় সংবাদ, ঘাটাল: নদীতে প্রবল জলের তোড় আর সেই জলের তোড়েই নৌকা থেকে পড়ে জলের স্রোতে তলিয়ে গিয়েছিলেন গ্রামের প্রিয় শিক্ষক। সেই শিক্ষকের স্মৃতিতে আজও লক্ষ্মী পুজোর পরের দিন গ্রামে সাঁতার খেলার প্রতিযোগিতার আয়োজন হয়ে আসছে। আজ ১০ অক্টোবর সোমবার সেই সাঁতার খেলা দেখতে দাসপুর ও ঘাটাল থানাকে যে শিলাবতী নদী পৃথক করেছে সেই নদীর দুই দিকের বাঁধে হাজার হাজার মানুষের ঢল নেমেছিল ঘাটাল থানার জয়কৃষ্ণপুর গ্রামে। গ্রামের বিবেকানন্দ স্পোর্টিং ক্লাবের তরফে প্রতি বছর সর্বজনীন লক্ষ্মী পুজোর আয়োজন হয়। গ্রামবাসীরা জানাচ্ছেন, বন্যা প্রবণ এলাকা হওয়ায় এখানে দুর্গোৎসবের উচ্ছ্বাস তেমন থাকে না। এই লক্ষ্মী পুজোতেই এই জয়কৃষ্ণপুরের পাশাপাশি আসপাশের ঘাটাল ও দাসপুরের বহু গ্রামের মানুষ অংশ নেয়। ক্লাব ও গ্রামবাসীদের তরফে অশোক পোড়িয়া জানান, গ্রামের পাশে এই শিলাবতী নদীতে জলের তোড়ে বুড়াই হানা সংলগ্ন এলাকায় গ্রামের শিক্ষক বঙ্কিম মণ্ডল নৌকা থেকে পড়ে জলের তলায় তলিয়ে যান। সেই থেকেই ক্লাবের তরফে এই লক্ষ্মী পুজোয় সাঁতার খেলার আয়োজন। এবার তাঁদের পুজো ৫০ তম বর্ষে পদার্পন করেছে।
Home এই মুহূর্তে বিশেষ প্রতিবেদন শিলাবতীর জলের তোড়ে ভেসে গিয়েছিলেন প্রিয় শিক্ষক, তাঁর স্মৃতিতে সাঁতার খেলা ঘাটালে