এসডিও অফিসের পাশের হানা
•এই হানা বেড়ে যাওয়ার কোনও সম্ভাবনা নেই।
•এই হানা দিয়ে যে জল বের হবে সেটা সাময়িক ভাবে ঘাটাল শহরের কয়েকটি ওয়ার্ড প্লাবিত করলেও সেভাবে ভয়াবহ আকার ধারণ করবে না।
•দাসপুর-২, ঘাটাল ব্লকের মনোহরপুর-১ এবং মনোহরপুর-২ ব্লক এবং দাসপুর-১ ব্লকে(৮১ মৌজায়) এই জল যাবে না। কারণ যে বেগে জল বের হচ্ছে তা দিয়ে ৮১ মৌজাকে প্লাবিত করা সম্ভব নয়।
•তাছাড়া ওই হানাটি মেরামতির কাজ শুরু হতে চলেছে।
প্রতাপপুরের বাঁধের অবস্থা
•ভোর থেকে জল বাড়েনি
•বরং কিছুটা জল কমতে শুরু করেছে।
•তবে এখনও দু’ফুট জল না কমলে বাঁধভাঙার আশঙ্কা উড়িয়ে দেওয়া যাবে না।
•দিনের আলো থাকায় বাঁধে নজরদারি করার সুবিধে হচ্ছে।
•সেচ দপ্তর বাঁধের উপর কড়া নজরদারি রেখেছে।
•সংশ্লিষ্ট এলাকার বাসিন্দারাও রাতদিন এক করে বাঁধকে রক্ষা করার আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন।