সুইটি রায়, স্থানীয় সংবাদ, ঘাটাল: ঘাটাল মহকুমার ৬০ তম মহকুমা শাসক সৌভিক চট্টোপাধ্যায় বদলি হচ্ছেন। তিনি পূর্ব মেদিনীপুর জেলার অতিরিক্ত জেলা শাসকের দায়িত্ব নেবেন। করোনা পরিস্থিতে আজ ৫ জুলাই ২০২১ সৌভিক চট্টোপাধ্যায়কে বিদায়ী সংবর্ধনা দিলেন ঘাটাল পুরসভার প্রশাসনিক বোর্ডের চেয়ার পার্সন বিভাস ঘোষ। উপস্থিত ছিলেন ঘাটাল লোকসভা কেন্দ্রের সাংসদ প্রতিনিধি রামপদ মান্না, ঘাটাল মহকুমার ডেপুটি ম্যাজিস্ট্রেট অর্জুন পাল, ঘাটাল মহকুমা সহকারী পরিবহণ আধিকারিক জয়দ্রথ সাহা প্রমুখ। অর্জুনবাবু বলেন, নতুন মহকুমা শাসক হয়ে আসছেন সুমন বিশ্বাস। এই সপ্তাহেই তাঁর যোগদান করার কথা।
মহকুমা শাসককে বিদায়ী সংবর্ধনা










