রক্তের RHF নেগেটিভ ব্যক্তিদের কাছে ঘাটালের মহকুমা শাসক সুমন বিশ্বাসের আবেদন!! ‘রক্তের গ্রুপের RH ফ্যাক্টর নেগেটিভ(-) খুব কম মানুষের মধ্যেই রয়েছে। RH ফ্যাক্টর নেগেটিভ(-) রক্তের অভাবে বহু রোগীর প্রাণ সংশয় হয়। ঘাটাল মহকুমায় যাদের রক্তের RH ফ্যাক্টর নেগেটিভ(-) তাঁদের নামের একটি তালিকা তৈরি করার উদ্যোগ নেওয়া হয়েছে। যাতে RH ফ্যাক্টর নেগেটিভ(-)রক্তের প্রয়োজনে তাঁদের সঙ্গে সঙ্গে কল করে মুমূর্ষু রোগীকে রক্ত দেওয়ার ব্যবস্থা করা যেতে পারে। তাই সবিনয় অনুরোধ, আপনাদের মধ্যে যাদের RH ফ্যাক্টর নেগেটিভ(-) রয়েছে তাঁরা গুগল ফর্মের এই 👉 https://forms.gle/qFs9g57JkADCe86j7 লিঙ্কটিতে ক্লিক করে কয়েকটি তথ্য দিয়ে তালিকা ভুক্ত হ’ন। এই তালিকাটি মহকুমা প্রশাসনের কাছে থাকবে। তালিকাটি তৈরি হলে বহু মুমূর্ষু রোগীর অকালে প্রাণ যাবে না।’