নিজস্ব সংবাদদাতা: কলকাতা হাইকোর্টের নির্দেশ ঘাটাল মহকুমার স্কুলগুলি থেকে জরুরি ভিত্তিতে যে সমস্ত শিক্ষক-শিক্ষিকাদের সম্বন্ধে বেশ কয়েকটি তথ্য চাওয়া হল। •রাজনগর ইউনিয়ন হাইস্কুল (অন্বেষা ভট্টাচার্য,বাংলা), •বরুণা সৎসঙ্গ হাইস্কুল( স্বরাজ কুণ্ডু, রসায়ন), •মাড় গোপালপুর হাইস্কুল (প্রলয়পাত্র, জীবনবিজ্ঞান), •রামজীবনপুর বাবুলাল বিদ্যাভবন (ইমরুল কায়েস,বাংলা এবং টুটুন পাল, ইংরেজি), •ঘাটাল গুরুদাস নগর হাইস্কুল(কুন্তল কুণ্ডু, কম্পিউটার এবং মৌসুমী দাস, দর্শন), •সোনাখালি হাইস্কুল (মানসরঞ্জন পাখিরা, ইংরেজি এবং সংযুক্তা মন্ডল, ইংরেজি), •পার্বতীপুর মুকুন্দপুর হাইস্কুল (সাগ্নিক জানা, ইংরেজি এবং চতুর্ভুজ মিসরি,সংস্কৃত), •সাগরপুর স্যার অশুতোষ হাইস্কুল (সৈয়দ জাহাঙ্গীর আলম, ইংরেজি), •কল্যাণশ্রী বালিকা বিদ্যালয় (মধুমন্তী মণ্ডল, ইংরেজি), •মহেশপুর হাইস্কুল (শুভেন্দু কুমার পাল,পরিবেশবিদ্যা এবং মানস ঘোষ, বাংলা),•কুমারচক হাইস্কুল (প্রসেনজিৎ ভুঁইয়া, ভূগোল), •শ্যামসুন্দরপুর রাজকুমার হাইস্কুল (মুক্তার আলি মণ্ডল, ভূগোল), •রসিকগঞ্জ হাইস্কুল (প্রসূনকুমার বৈদ্য, ভূগোল), •জয়নগর হাইস্কুল (সত্যনারায়ণ সামন্ত, গণিত), •নবীনমানুয়া হাইস্কুল(তপন সামন্ত, ইংরেজি), •দন্দীপুর হাইস্কুল (সৈকত পালুই, ভূগোল), •সোনাখালি বালিকা বিদ্যালয় (তুলিকা ভৌমিক, ভূগোল), •চৌকা নেতাজি বিদ্যামন্দির( উত্তম বালা, ভূগোল), •চাঁইপাট বালিকা বিদ্যালয় (মৌমিতা সিংহ, ইতিহাস), •নাড়াজোল মহেন্দ্র আকাডেমি( কাজি আব্দুল হাসিম,গণিত), •কুল্টিকুরি হাইস্কুল (কৌশিক সামন্ত, পদার্থবিদ্যা এবং গৌরচন্দ্র পাত্র,বাংলা), •কেশবচক হাইস্কুল (মিলন ভুঁইয়া, ভুগোল এবং দোলন দাস, বাংলা), •দুধকোমরা হাইস্কুল ( অভিজিৎ দাস, ইতিহাস), মাংরুল হাইস্কুল ( সীতারাম সী, সংস্কৃত)।
Home এই মুহূর্তে ব্রেকিং আদালতের নির্দেশে যে সমস্ত শিক্ষক-শিক্ষিকাদের সম্বন্ধে বেশ কয়েকটি তথ্য চাওয়া হল