মনসারাম কর: আজ ১৬ সেপ্টেম্বর ঘাটালের শালিকা প্রাথমিক বিদ্যালয়ে একসাথে ১৫ জন ছাত্র-ছাত্রীর
জন্মদিন ঘটা করে পালন করা হল। জন্মদিন উপলক্ষে স্কুলের সমস্ত ছাত্র-ছাত্রীর জন্যই খাওয়া-দাওয়ার ব্যবস্থা বেশ ভালই ছিল। খাদ্য তালিকায় নেবু থেকে শুরু করে মাংস ডাল চিংড়িপোস্ত চাটনি পাপড় দই মিষ্টি কোনটাই বাদ ছিল না। জানা গিয়েছে বেশ কয়েক মাস আগে থেকেই স্কুলের উদ্যোগে প্রত্যেক মাসেই ছাত্র-ছাত্রীদের জন্ম দিবস আনুষ্ঠানিক ভাবে পালন করা হয়। প্রত্যেক মাসেই যতজন ছাত্র-ছাত্রীর জন্মদিন পড়বে তাদের সবাইকে নিয়ে এই ধরনের অনুষ্ঠান স্কুলে হয়ে থাকে। আজ যাদের জন্মদিন পালন করা হয়েছে তাদের অনেকেরই বাবা মা স্কুলে উপস্থিত ছিলেন। স্কুলের এই উদ্যোগে খুশি স্কুলের কচিকাঁচা থেকে অভিভাবক সকলেই। জন্মদিনের খরচের তহবিল আসে এলাকার কিছু স্বহৃদয় ব্যক্তি, অভিভাবক এবং শিক্ষক-শিক্ষিকাদের কাছ থেকেই। স্কুলের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সকলেই। স্কুলের প্রধান শিক্ষক হেমন্তকুমার ভূঁইয়া বলেন, ছাত্র-ছাত্রীদের মনে উৎসাহ জাগানো এবং তাদের পঠন-পাঠন ও উপস্থিতির হার যাতে বেশি থাকে সেই উদ্দেশ্যেই আমাদের এই জন্মদিন পালন।