এই মুহূর্তে ক্রীড়া/অনুষ্ঠান অন্যান্য সাহিত্য সম্পাদকীয় নোটিশবোর্ড

E-Paper

ক্ষীরপাইতে স্কুলে গিয়ে শিক্ষকদের ধমক দিলেন এসআই

Published on: August 30, 2019 । 10:42 PM

তনুপ ঘোষ: ক্ষীরপাইতে শিক্ষকদের উদম বকুনি দিলেন এস.আই। সরকারি নির্দেশিকাকে তোয়াক্কা না করেই খেয়াল মত সময়ে যাচ্ছেন স্কুলের শিক্ষকেরা। ঘটনার কথা জানতে পেরে স্কুলে গিয়ে হাজির হন স্কুল পরিদর্শক

 

কৌশিক ঘোষ। রীতিমত ধমক দিয়ে ওই শিক্ষকদের ঠিক সময়ে আসার নির্দেশ দিলেন তিনি। আজ ৩০ আগস্ট চন্দ্রকোণা-১ ব্লকের মাণিককুণ্ডু রাজ রাজেশ্বর প্রাথমিক বিদ্যালয়ে এই ঘটনায় রীতিমত শোরগোল পড়ে যায়। ওই স্কুলের ৫ জন শিক্ষক, ছাত্র সংখ্যা ২০৮। এদিন এগারোটা নাগাদ স্কুল চত্বরে পৌঁছাতেই দেখতে পাওয়া গেল, স্কুলের গেটের বাইরে দাঁড়িয়ে আছে স্কুলের ছাত্ররা। তখনও স্কুলের শ্রেণীকক্ষের তালা খোলা হয়নি তাই স্কুলের বাইরেই খেলা করছে ছোট্ট ছোট্ট ছেলেমেয়েরা। এগারোটার সময় একজন শিক্ষক পৌঁছালে স্কুলের তালা খোলা হয়। ১১টা পাঁচে প্রার্থনা শুরু হয়। প্রধান শিক্ষক তাপস সরখেলকে স্কুলে আসতে দেখা গেল বারোটা নাগাদ। প্রধান শিক্ষক তাপস সরখেল বলেন, বাইক খারাপ হয়ে যাওয়ার কারণে দেরি হয়েগিয়েছে। স্কুল পরিদর্শক কৌশিক ঘোষ বলেন, বিষয়টি আমি শিক্ষা দপ্তরে জানাব।

তৃপ্তি পাল কর্মকার

আমার প্রতিবেদনের সব কিছু আগ্রহ, উৎসাহ ঘাটাল মহকুমাকে ঘিরে... •ইমেল: [email protected] •মো: 9933066200 •ফেসবুক: https://www.facebook.com/triptighatal •মোবাইল অ্যাপ: https://play.google.com/store/apps/details?id=com.myghatal.eportal&hl=en ইউটিউব: https://www.youtube.com/c/SthaniyaSambad