দেবাশিস কর্মকার: রাজ্য শিক্ষাপর্ষদের গাফিলতির জন্য কেন্দ্রীয় সংস্থা ডিপার্টমেন্ট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইন্সপায়ার প্রোগ্রাম ডিভিশানে ছাত্রবৃত্তির আবেদনপত্র আটকে রইল ঘাটালের এক ছাত্রীর। শুধু ওই ছাত্রীই নয় সারা পশ্চিমবঙ্গে এমন অনেক ছাত্রছাত্রীরই আবেদনপত্র ওই একই কারণে ঝুলে রয়েছে বলে অভিযোগ। উল্লেখ্য, ২০১৯ সালের উচ্চমাধ্যমিকের ফলাফল প্রকাশের পর প্রথম দফায় স্ক্রুটিনি করলে যেসকল ছাত্রাছাত্রীদের নম্বর বেড়েছে তাদের নতুন প্রাপ্ত নম্বর শিক্ষাপর্ষদের ওয়েবসাইট পোর্টালে আপডেট হওয়ার কথা। কিন্তু, ওই ছাত্রাছাত্রীদের নতুন মার্কশিট ইস্যু করা হলেও পোর্টালে নতুন নম্বর আপডেট হয়নি। এর ফলে মার্কশিট আর পোর্টালে আলাদা আলাদা নম্বর হওয়ার জন্য ছাত্রাছাত্রীদের স্কলারশিপের আবেদনপত্র আটকে গিয়েছে। ঘাটালের রথিপুর বড়দা বাণীপীঠ হাইস্কুলের ওই ছাত্রী মেঘনা রায় বলেন, ২০১৯ উচ্চমাধ্যমিকে ফলাফল প্রকাশের পর ইংরেজি বিষয়টি স্ক্রুটিনি করালে আমার প্রাপ্ত নম্বর দুই বেড়ে দাঁড়ায় ৪৭১। কিন্তু কিছু দিনের মধ্যে নতুন মার্কশিট হাতে পেলেও শিক্ষাপর্ষদের ওয়েবসাইট পোর্টালে আমার পরিবর্তিত নম্বর আপডেট করা হয়নি। এর ফলে ওই কেন্দ্রীয় সংস্থার দ্বিতীয় দফার পরিবর্তিত মেধাতালিকায় আমার নাম আসেনি। যেখানে আমার থেকে কম নম্বর প্রাপ্তরা ওই মেধাতালিকায় স্থান পেয়েছে। অন্যদিকে মার্কশিট এবং পর্ষদের পোর্টালের নম্বর আলাদা হওয়ার জন্য আমার নাম রয়েছে ওয়েটিং লিস্টে।
ওই ছাত্রীর বাবা মানসকুমার রায় বলেন, আমরা বিষয়টি নিয়ে শিক্ষাপর্ষদের অফিসিয়াল আইডিতে মেল করি। কিন্তু এর কোনও উত্তর আসেনি। এমনকী ফোন করেও কোন লাভ হয়নি। উল্লেখ্য, ওই কেন্দ্রীয় সংস্থার পলিসি অনুযায়ী স্ক্রুটিনির পর সংশ্লিষ্ট রাজ্য শিক্ষাপর্ষদকে ছাত্রাছাত্রীদের পরিবর্তিত নম্বরের বিষয়টি ওই কেন্দ্রীয় সংস্থাকে মেল করে জানানোর কথা। ছাত্রছাত্রীদের বৃত্তির প্রসঙ্গটি মাথায় রেখেই পর্ষদ ওই দায়িত্বটি পালন করে। কিন্তু বর্তমানে বিষয়টি নিয়ে পর্ষদের ঢিলেমির জন্য ছাত্রছাত্রীদের দ্বিতীয় বারের আবেদনপত্র গৃহীত হচ্ছে না। প্রসঙ্গত উচ্চমাধ্যমিকের ফলাফল প্রকাশের পর প্রতি রাজ্যর সর্বোচ্চ নম্বর প্রাপ্তদের এক শতাংশ ছাত্রছাত্রীকে ছাত্রবৃত্তি দিয়ে থাকে ওই কেন্দ্রীয় সংস্থা তথা ডিপার্টমেন্ট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইন্সপায়ার প্রোগ্রাম ডিভিশান।
ঘাটাল মহকুমার সমস্ত খবর পেতে আমাদের MyGhatal মোবাইল অ্যাপ ডাউনলোড করুন [লিঙ্ক 👆] এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন[লিঙ্ক 👆]।