নিজস্ব সংবাদদাতা: স্টেট ব্যাঙ্কের ঘাটাল শাখা থেকে প্রায় ১৮ কোটি টাকা জালিয়াতির সঙ্গে যুক্ত থাকার [✔‘স্থানীয় সংবাদ’-এর সমস্ত কিছু জানতে এখানে ক্লিক করুন]অভিযোগে গ্রেপ্তার হল ওই ব্যাঙ্কের দুই আধিকারিক। ওই আধিকারিকের নাম পার্থপ্রতিম রায় ও মোহনলাল তাঁতি। ১৫ ফেব্রুয়ারি সিবিআই ওই দুই অফিসারকে ভবানী ভবনে তলব করে জিজ্ঞাসাবাদ করে। জেরা বেশ কিছু
অসঙ্গতি পাওয়া সেখানেই তাঁদের গ্রেপ্তার করা হয়। আজ ১৬ ফেব্রুয়ারি তাঁদের মেদিনীপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ (প্রমথ) ইয়াসমিন আহম্মেদের এজলাসে তোলা হয়েছিল। স্টেট ব্যাঙ্কের আইনজীবী সমীর ঘোষ জানান, আদালত তাদের সাত দিনের সিআইডি হেফাজতের নির্দেশ দিয়েছে। ২২ ফেব্রুয়ারি ফের আদালতে তোলা হবে। স্টেট ব্যাঙ্কের ঘাটাল শাখার জালিয়াতির ঘটনাটি ২০২১ সালের এপ্রিল মাসে প্রথম জানা যায়। ২০২০-’২১আর্থিক বছরের হিসেব-নিকেশ শেষ হওয়ার পর স্টেট ব্যাঙ্কের ওই শাখার মাধ্যমে ওয়ান৯৭ কমিউনিকেশন (One97 Communications Ltd) তথা পেটিএমের
নিউ দিল্লির মেন ব্রাঞ্চের অ্যাকাউন্ট থেকে ৪২লক্ষ দু’ হাজার ৭০৫টাকা সাত বারে কেটে অন্য অ্যাকাউন্টে পাঠানোর ব্যবস্থা করা হয়। পেটিএম কর্তৃপক্ষের অভিযোগের ভিত্তিতে স্টেট ব্যাঙ্কের দিল্লির ওই শাখা তদন্ত করে জানতে পারে, একটি জাল চক্র ঘাটাল শাখার সঙ্গে যোগসাজশ করে ওই কাজ করেছে। সিআইডি সূত্রে জানা গিয়েছে, ওই ঘটনায় মূল অভিযুক্ত রাজীব বক্সি নামে এক যুবক। রাজীবের বাড়ি গোয়ালতোড়ে। সে গৌতম বন্দ্যোপাধ্যায় ছদ্মনাম ব্যবহার করে এবং সাইবার ক্রাইম সেলের হায়ার অফিসার হিসেবে পরিচয় দিয়ে স্টেট ব্যাঙ্কের ঘাটাল শাখা থেকে বেশ কয়েক কোটি টাকা প্রতারণা করেছে বলে তদন্তে উঠে এসেছে। তাকেই ব্যাঙ্কের ওই শাখার বেশ কয়েক জন অফিসার নানা ভাবে সহযোগিতা করেছিল জানতে পারা গিয়েছে। ওই ঘটনার সঙ্গে যুক্ত অভিযোগে ইতিমধ্যেই ব্যাঙ্কের দু’ই আধিকারিক এবং রাজীব গ্রেপ্তার হয়েছিলেন। গতকাল ফের দু’জন গ্রেপ্তার হলেন।