এই মুহূর্তে ক্রীড়া/অনুষ্ঠান অন্যান্য সাহিত্য সম্পাদকীয় নোটিশবোর্ড

E-Paper

ঘাটালের যুবকের পরিচালনায় চেন্নাইতে সরস্বতী পুজো,সঙ্গে মহকুমার কয়েকটি পুজো

Published on: January 30, 2020 । 8:16 AM

ঘাটাল মহকুমা জুড়ে এবার সরস্বতী পুজোয় থিমের প্রাধান্য বেশ লক্ষ্য করা গেছে। ঘাটাল,চন্দ্রকোণা,দাসপুরের বিদ্যালয় বা ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত সরস্বতী পুজোর মণ্ডপ সেজেছে নানান থিমের আদলে। থিমের সাথে তাল মিলিয়ে আছে ব্যাতিক্রমী পারিবারিক সরস্বতী পুজোও। পাশাপাশি ঘাটাল মহকুমা থেকে অনেকেই দেশ বা রাজ্যের বাইরে গিয়েছেন কর্মসূত্রে। তাঁরাও অন্যান্য পুজোর মত এবার ২০২০ সালে সরস্বতী পুজোয় মেতেছেন। মহকুমার মধ্যে বা মহকুমার বাইরে গিয়ে ঘাটালের মানুষের সরস্বতী পুজোনিয়ে রইল টিম স্থানীয় সংবাদের বিশেষ রিপোর্ট।

সৌমেন মিশ্র

পাঠকের কাছে তথ্য ভিত্তিক সত্য সংবাদ পৌঁছে দেওয়াই আমার দায়িত্ব। মোবাইল-৯৯৩২৯৫৩৩৬৭