নিজস্ব সংবাদদাতা, স্থানীয় সংবাদ: সাড়ম্বরে ঘাটাল সারদা সেবা সংঘের নতুন প্রার্থনা গৃহের উদ্বোধন হল।আজ ১০ এপ্রিল ঘাটালের কুশপাতা ১৭ নম্বর ওয়ার্ডের বেলপুকুর এলাকায় ওই শ্রীশ্রী মা’র প্রার্থনা গৃহের উদ্বোধন ঘিরে মানুষের মধ্যে প্রচুর উচ্ছ্বাস লক্ষ্য করা যায়। ওই সংঘের সম্পাদিকা গোপা ভট্টাচার্য ও সভানেত্রী রেবা মোদক বলেন, নব নির্মিত ওই প্রার্থনা গৃহের দ্বারোদ্ঘাটন করেন কামারপুকুর রামকৃষ্ণ মঠ ও মিশনের অধ্যক্ষ স্বামী লোকোত্তরানন্দ মহারাজ। সংঘের সদস্যা মমতা মাইতি জানান, এছাড়াও এদিন রামকৃষ্ণ মঠ ও মিশনের বিভিন্ন জেলার মহারাজগণ উপস্থিত থেকে তাঁদের বক্তব্য রাখেন। সেবা সংঘের প্রধান উপদেষ্টা ডাঃ সুকুমার গোস্বামী এবং পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম রামকৃষ্ণ বিবেকানন্দ ভাবপ্রচার পরিষদের আহ্বায়ক দেবাশিস রায় জানান, এদিন সকালে প্রভাতফেরি থেকে শুরু করে রামকৃষ্ণ-সারদা-স্বামীজি সর্ম্পকে আলোচনা, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং ভাবগম্ভীর ধর্মসভায় মানুষের অংশগ্রহণ ছিল চোখে পড়ার মত।
উল্লেখ্য, ঘাটালে মানুষের বিভিন্ন সময়ে যেকোনও সমস্যায় সারদা সেবা সংঘ সর্বদা ঝাঁপিয়ে পড়ে। বন্যার সময় মানুষের পাশে ত্রাণ নিয়ে দাঁড়ানো থেকে শুরু করে দুঃস্থ ছাত্র-ছাত্রীদের পড়াশোনায় সহায়তা করা, দুঃস্থ মানুষদের বস্ত্রদান সহ যেকোনও সমস্যায় মানুষের পাশে গিয়ে দাঁড়ায় এই সংঘ।