এই মুহূর্তে ক্রীড়া/অনুষ্ঠান অন্যান্য সাহিত্য সম্পাদকীয় নোটিশবোর্ড

E-Paper

দাসপুরে উপনয়ন অনুষ্ঠানে চারাগাছ বিতরণ

Published on: February 26, 2020 । 6:31 PM

সৌমেন চক্রবর্তী ও শরদিন্দু মাইতি: পরিবেশ সচেতনতার লক্ষ্যে উপনয়ন অনুষ্ঠানে আমন্ত্রিতদের চারাগাছ বিতরণ করলেন দাসপুরের এক স্বর্ণকার। আজ দাসপুরের বাড়আনন্দি গ্রামে এই ধরনের ব্যতিক্রমী অনুষ্ঠানটির প্রশংসা করেন আশেপাশের গ্রামবাসীরা। তারা বলেন, বাড়আনন্দি  গ্রামের বাসিন্দা দিবাকর ভট্টাচার্যের ছেলে দেবব্রত ভট্টাচার্যের পৈতে তথা উপনয়ন অনুষ্ঠান ছিল। সেই নিয়ে আমন্ত্রিত অতিথিদের মধ্যাহ্ন ভোজের পর প্রত্যেকের হাতে একটি করে মেহগিনি গাছের চারা বিতরণ করা হয়। প্রায় পাঁচশ চারা গাছ বিতরণ করা হয় বলে দিবাকরবাবু জানান। তিনি বলেন, বিশ্ব উষ্ণায়নের কথা মাথায় রেখে প্রত্যেককে গাছ লাগাতে উৎসাহ দেবার লক্ষ্যেই এই উদ্যোগ। সবাই যদি তাদের বাড়ির যেকোনও অনুষ্ঠানে এইভাবে গাছ বিতরণ করেন তবে খুব শীঘ্রই আমাদের পৃথিবী আবার সবুজ হয়ে  উঠবে।

রবীন্দ্র কর্মকার

ঘাটাল মহকুমার যে কোনও ঘটনা ও তথ্য জানা থাকলে আমাকে সঙ্গে সঙ্গে শেয়ার করুন। মো: 9933998177