রবীন্দ্র কর্মকার, স্থানীয় সংবাদ, ঘাটাল: সব ধর্মের মানুষদের নিয়ে এমন পুজো মহকুমায় বিরল। হিন্দু-মুসলিম-খ্রিস্টান-শিখ সহ সব ধর্মের মানুষদের নিয়ে সম্প্রীতির সরস্বতী পুজোয় মেতে উঠলেন ঘাটাল আদালতের আইনজীবী তথা চন্দ্রকোণার বাসিন্দা সমীরকুমার ঘোষ। এবছর পুজোটি ৬ বছরে পড়ল। সমীরবাবু বলেন, সমাজে শান্তি, সম্প্রীতি ও ঐক্য বজায় রাখার বার্তা ছড়িয়ে দিতেই এমন উদ্যোগ। এবছর পুজোটির উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন জি বাংলা সারেগামাপা খ্যাত সঙ্গীত শিল্পী দেবলীনা ভাদুড়ি, তিনি মঞ্চে সঙ্গীত পরিবেশনও করেন। ছিলেন চন্দ্রকোণা থানার ওসি শুভঙ্কর রায়, জাতীয় পুরস্কারপ্রাপ্ত সাঁতারু সীমা মান্না, জাতীয় ভলিবল খেলোয়াড় আফসানারা খাতুন, ভারতীয় ফুটবল দলের খেলোয়াড় প্রতিমা বাঙাল, চন্দ্রকোণা-১ পঞ্চায়েত সমিতির সভাপতি আলোক ঘোষ, চন্দ্রকোণা পৌরসভার চেয়ারম্যান প্রতিমা পাত্র প্রমুখ।
সমীরবাবু সমাজসেবামূলক কাজ করে আসছেন দীর্ঘদিন ধরেই। তাঁর ওই সেবামূলক কাজের জন্য তিনি রাজ্যপালের কাছ থেকে পেয়েছেন প্রশংসা। গণ বিবাহের আয়োজন করে এবছর ঘাটাল মহকুমা প্রশাসনের কাছ থেকেও পেয়েছেন বর্ণপরিচয় সম্মান। সমীরবাবু বলেন, সমাজে থেকে সমাজের জন্য কিছু করে যেতে চাই এটাই আমার জীবনের মূল লক্ষ্য।