এই মুহূর্তে ক্রীড়া/অনুষ্ঠান অন্যান্য সাহিত্য সম্পাদকীয় নোটিশবোর্ড

দাসপুরের মহিলারা গোলাপ ও চকলেট দিলেন বাইক চালকদের

Published on: October 3, 2019 । 9:19 PM

তৃপ্তি পাল কর্মকার: হেলমেট বিহীন বাইক চালকদের গোলাপ ও চকলেট দিয়ে সংবর্ধনা দিলেন মহিলারা।

 

আজ ৩ অক্টোবর ঘাটাল-পাঁশকুড়া সড়কের বেলতলাতে রাস্তায় হেলমেট বিহীন বাইকচালকে দাঁড় করিয়ে তাঁদের হাতে গোলাপ ধরিয়ে দিলেন। সঙ্গে একটি করে চকলেট।  তবে এই গোলাপ পেয়ে স্বাভাবিক ভাবেই খুশি হওয়ার কথা নয় বাইক চালকদের।  এক দল মহিলা বেষ্টিত হয়ে গোলাপ হাতে নিয়ে বরং তাঁদের শুষ্ক হাসিই দিতে হয়েছিল। একই অবস্থা হয়ে ছিল সিট বেল্ট না পরে যেসব চালক গাড়ি চালাচ্ছিলেন। আজ ৩ অক্টোবর দাসপুর থানা ও ঘাটাল-দাসপুর ট্রাফিকের উদ্যোগে সেফ ড্রাইভ, সেভ লাইফ প্রচার অভিযানের আয়োজনের করা হয়েছিল। সেই কর্মসূচিতেই অংশ গ্রহণ করেছিলেন দাসপুর থানার  রাধাকান্তপুরের মহিলা সংঘের পরিচালনায় দুর্গাপুজোর সদস্যরাও। সেই মহিলারাই বাইক ও গাড়ি চালকদের গোলাপ দিয়ে বলেন, আপনারা বাড়িতে প্রিয়জনদের রেখে বাইরে বেরিয়েছেন। আপনাদেরকে নানান কাজে বাইরেও বেরোতে হবে। আপনাদের বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার পর বাড়ির প্রিয়জনেরা উৎকন্ঠা নিয়ে প্রতীক্ষা করেন।  তাই আপনারা যদি নিয়ম মেনে গাড়ি চালান কখনই দুর্ঘটনার মুখে পড়বেন না। প্রিয়জনদের নিয়ে আপনিও সুখে শান্তিতে থাকতে পারবেন। ঘাটাল-দাসপুরের ট্রাফ্রিক ইনচার্জ মানসকুমার খান বলেন, আজকের অনুষ্ঠানে ওই মহিলা পুজো কমিটির সদস্যদের  পাশাপাশি দাসপুর থানার পুলিশ ও আমাদের ট্রাফিক পুলিশরাও ছিলেন। সর্বোপরি অনুষ্ঠানটি খুবই ফলপ্রসূ হয়েছে।

তৃপ্তি পাল কর্মকার

আমার প্রতিবেদনের সব কিছু আগ্রহ, উৎসাহ ঘাটাল মহকুমাকে ঘিরে... •ইমেল: [email protected] •মো: 9933066200 •ফেসবুক: https://www.facebook.com/triptighatal •মোবাইল অ্যাপ: https://play.google.com/store/apps/details?id=com.myghatal.eportal&hl=en ইউটিউব: https://www.youtube.com/c/SthaniyaSambad

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now