স্কুলে আসতে দেরী, শিক্ষক-শিক্ষিকাদের বাইরে দাঁড় করিয়ে রাখলেন অভিভাবকরা

রবীন্দ্র কর্মকার: অভিযোগ, ঘাটাল ব্লকের সাদিচক প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকারা প্রায়ই স্কুলে দেরী করে আসেন। তাই আজ ২৮ ফেব্রুয়ারি ওই স্কুলের শিক্ষক-শিক্ষিকাদের দেরী করে আসার জন্য স্কুলে ঢুকতে দেওয়া হয়নি। ১১টা ১৫ থেকে বেশ কিছুক্ষণ ধরে দাঁড় করিয়ে রাখা হয়। ফলে স্কুলের পঠন-পাঠনও বন্ধ থাকে। অভিভাবকরা বলেন, ওই স্কুলে শিক্ষক-শিক্ষিকারা কখনই ১১টা১৫’র আগে স্কুুলে আসেননি। স্কুলের প্রার্থনাও ১১টা ১৫-২০মিনিটের পর হয়। মিডডে মিলের রান্নাও নিম্ন মানের। সেজন্য শিক্ষক-শিক্ষিকাদের ‘শিক্ষা’ দিতে আমরা আজ ওনাদের স্কুল না ঢুকতে দিয়ে বাইরে দাঁড় করিয়ে রেখেছি।

ঘাটাল মহকুমার সমস্ত আপডেট তে যুক্ত হন আমাদের সাথে!