এই মুহূর্তে ক্রীড়া/অনুষ্ঠান অন্যান্য সাহিত্য সম্পাদকীয় নোটিশবোর্ড

E-Paper

ঢালাই রাস্তার উপর নরম কাদা, গুঁড়ি ফেলে পথ অবরোধ দাসপুরের চাঁইপাটে

Published on: April 16, 2022 । 8:33 PM

বাবলু মান্না, স্থানীয় সংবাদ, ঘাটাল: ঢালাই রাস্তার উপর নরম কাদা, পড়ে জখম হচ্ছেন পথচারীরা। তাই রাস্তা বাঁচাতে পথ অবরোধ করল গ্রামবাসীরা। আজ ১৬ এপ্রিল চাঁইপাটের ফরিদপুর প্রধানমন্ত্রী গ্রামীণ সড়কের উপর গাছের গুঁড়ি ফেলে স্থানীয়রা দীর্ঘক্ষণ পথ অবরোধ করলেন। গ্রামবাসীদের অভিযোগ, দিনরাত এই রাস্তা দিয়ে অবৈধভাবে কেউ বা কারা ট্রাক্টরে করে মাটি বয়ে নিয়ে যাচ্ছে। কোনও সরকারি কাজের জন্য নয়, ব্যক্তিগত কাজে এই মাটি বিক্রি করা হচ্ছে। সেই মাটি রাস্তায় পড়ে বেহাল হচ্ছে রাস্তা, ধুলোর চোটে নাজেহাল নিত্যযাত্রী থেকে স্থানীয় বাসিন্দারা। নীলকমল রাজপন্ডিত, নিমাইচন্দ্র বেরা, সহদেব কোটাল, সৌভিক খাঁড়া সহ স্থানীয় বাসিন্দাদের দাবি, ওই অবৈধ মাটি কারবার বন্ধ করুক প্রশাসন। পাশাপাশি রাস্তার মাটিও পরিষ্কার করা হোক।

নিউজ ডেস্ক

‘স্থানীয় সংবাদ’ •ঘাটাল •পশ্চিম মেদিনীপুর-৭২১২১২ •ইমেল: [email protected] •হোয়াটসঅ্যাপ: 9933998177/9732738015/9932953367/ 9434243732 আমাদের এই নিউজ পোর্টালটি ছাড়াও ‘স্থানীয় সংবাদ’ নামে একটি সংবাদপত্র, MyGhatal মোবাইল অ্যাপ এবং https://www.youtube.com/SthaniyaSambad ইউটিউব চ্যানেল রয়েছে।