এই মুহূর্তে ক্রীড়া/অনুষ্ঠান অন্যান্য সাহিত্য সম্পাদকীয় নোটিশবোর্ড

রাস্তা সংস্কারের দাবিতে ঘাটালের নিমতলায় পথ অবরোধ

Published on: July 21, 2020 । 2:18 PM

নিজস্ব সংবাদদাতা: প্রায় চার দশক রাস্তা সংস্কার হয়নি। তাই অবিলম্বে রাস্তা সংস্কারের দাবিতে পথ অবরোধ করলেন স্থানীয় বাসিন্দারা। আজ ২১ জুলাই নিমতলা বাসস্টপ থেকে নিমতলা বাজার পর্যন্ত রাস্তাটিকে দীর্ঘক্ষণ অবরোধ করা হয়। নিমতলা বাসস্টপ সংলগ্ন এলাকায় এদিনের অবরোধ কর্মসূচিতে মহিলাদের অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। দাসপুর-১ ব্লকের দাসপুর-১ গ্রামপঞ্চায়েতে অধীন ওই রাস্তাটি। ওই রাস্তা দিয়ে নিমতলা, রানাপুর ছাড়াও শিলাবতী নদী পেরিয়ে অজবনগর গ্রামপঞ্চায়েত এলাকার বহু মানুষ যাতায়াত করেন। বিক্ষোভকারীরা জানান, অবিলম্বে যদি রাস্তাটি সংস্কার করা না হয় তাহলে আগামী দিনে তাঁরা বৃহত্তর আন্দোলনে নামবেন। দাসপুর-১ গ্রামপঞ্চায়েতের  প্রধান গৌতম দোলই বলেন, রাস্তাটি পিচ করার জন্য আমরা প্রশাসনিকভাবে উদ্যোগ নিয়েছি। আশাকরি কিছু দিনের মধ্যেই কাজ শুরু করা হবে।

তৃপ্তি পাল কর্মকার

আমার প্রতিবেদনের সব কিছু আগ্রহ, উৎসাহ ঘাটাল মহকুমাকে ঘিরে... •ইমেল: [email protected] •মো: 9933066200 •ফেসবুক: https://www.facebook.com/triptighatal •মোবাইল অ্যাপ: https://play.google.com/store/apps/details?id=com.myghatal.eportal&hl=en ইউটিউব: https://www.youtube.com/c/SthaniyaSambad

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now