সৌমেন মিশ্র: অটো ও ট্রেকার চালকদের মধ্যে বিবাদের মাশুল দিতে হচ্ছে সাধারণ মানুষকে। নিজেদের বিবাদ নিজেরা মীমাংসা করতে না পেরে পথ অবরোধে সামিল হলেন তাঁরা। আজ ১৪ নভেম্বর সকাল থেকে বৈকুন্ঠপুর-উদয়চক (ভায়া বাসুদেবপুর)রাস্তায় টোটো চালকরা অবরোধে সামিল হন। ফলে ভোগান্তি হচ্ছে বহু পথচারি ও যাত্রীদের। অবরোধের খবর পেয়ে দাসপুর থানার পুলিশ ঘটনা স্থলের দিকে রওয়ানা দিয়েছে। •ছবি পাঠিয়েছেন শেখ রাজু।