সৌমি নাগ দত্ত, স্থানীয় সংবাদ, ঘাটাল: বাধ্য হয়ে পথ অবরোধ করলেন গ্রামবাসীরা। দাসপুর-১ ব্লকের দাসপুর-২ গ্রাম পঞ্চায়েতের সার্বজনীন তলা থেকে মামুদপুর পর্যন্ত রাস্তাটি দীর্ঘদিন ধরে খুবই খারাপ অবস্থায় রয়েছে। কয়েকদিন টানা বৃষ্টির ফলে ওই রাস্তা দিয়ে গ্রামবাসীরা যাতায়াত করতে পারছে না বলে অভিযোগ। তাই গ্রামবাসীরা আজ রাস্তা অবরোধ করেন। গ্রামবাসীরা বলেন বারে বারে প্রশাসনের তরফে প্রতিশ্রুতি দেওয়া হয় ঢালাই রাস্তার করে দেওয়ার। কিন্তু ভোট মিটে গেলেই কারও দেখা পাওয়া যায় না, সেই দুর্ভোগের মধ্যে পড়ে থাকতে হয় গ্রামবাসীদের। পথ অবরোধ চলাকালীন দাসপুর থানার পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছায় তারপরেই পথ অবরোধ তুলে দেয় পুলিশ। রাস্তার কাজ খুব দ্রুত শুরু না হলে পরবর্তী সময়ে আবারও পথ অবরোধ করবেন বলে গ্রামবাসীরা জানান।