তৃপ্তি পাল কর্মকার: দাসপুরে রাস্তায় বেড়া দিয়ে পথ অবরোধ করলেন স্থানীয়রা। আজ ১৭ আগস্ট দাসপুর থানার বিষ্ণুপর পীরতলাতে ওই অবরোধ হয়। অভিযোগ, দীর্ঘ দিন রাস্তা বেহাল। সংস্কারের ব্যাপারে প্রশাসনকে
বার বার বলেও কোনও কাজ হয়নি। তাই রাস্তার ওপর খুঁটি গেড়ে বেড়া দিয়ে আজ বিষ্ণুপুর-সাগরপুর রাস্তা অবরুদ্ধ করা হয়। আজ সকালে স্থানীয়রা বৃষ্টিতে ভিজে ভিজেই ওই রাস্তা অবরোধের কাজে নামেন তাঁরা।
দাসপুর-২ ব্লকের একটি রাস্তা দুবরাজপুর থেকে বিষ্ণুপুর হয়ে জোৎঘনশ্যাম গিয়েছে। দাসপুর-১ ব্লকের একটি রাস্তা দাসপুর থেকে শুরু হয়ে সাগরপুর দিয়ে হরেকৃষ্ণপুর গিয়েছে। সাগরপুর থেকে বিষ্ণুপুর পীরতলা পর্যন্ত রাস্তাটি মোরামের। স্থানীয়দের অভিযোগ, ওই মোরাম রাস্তাটি দীর্ঘদিন সংস্কার করা হয়নি। অথচ ওই রাস্তা দিয়েই বিষ্ণুপুর, ঘনশ্যামবাটী, খাঁপাড়া সহ কয়েকটি গ্রামের বাসিন্দাদের নিয়মিত যাতায়াত করতে হয়। প্রতিদিনই অঘটন ঘটে। সেজন্যই এদিনের অবরোধের সিদ্ধান্ত।

![[RNI No:WBBEN/2011/39784] Logo](https://ghatal.net/wp-content/uploads/2021/06/Arnab-1.png)











