নিজস্ব সংবাদদাতা: এবার তৃণমূল পরিচালিত গ্রাম পঞ্চায়েত এলাকার বেহাল রাস্তার হাল ফেরাতে গ্রামবাসীদের সাথে নিয়ে কোমর বাঁধল সিপিএম। অভিযোগ প্রায় ৫ থেকে ৭ বছর ধরে বেহাল গ্রামের প্রায় ২ কিলোমিটার রাস্তা। বর্ষা এলেই হাঁটু সমান কাদায় যাতায়াত এলাকাবাসীর। বারে বারে ক্ষমতায় থাকা তৃণমূলের প্রধান পঞ্চায়েত সদস্যদের কাছে দরবার করেও মেলেনি ফল। অগত্যা আজ শুক্রবার স্থানীয় গ্রামবাসীদের নিয়ে এলাকার সিপিএমের এরিয়া কমিটির উদ্যোগে রাস্তা মেরামতের কাজ শুরু হল। ঘটনা দাসপুর-২ ব্লকের সাহাচক গ্রাম পঞ্চায়েতের বিষ্ণুপুর এলাকার। অভিযোগ বিষ্ণুপুর রাজার মোড় থেকে উদয়চক ব্রিজ পর্যন্ত প্রায় ২ কিলোমিটার রাস্তা মূলত কাদার দলায় পরিণত হয়েছে। গ্রামবাসীরা জানাচ্ছেন, এবারে রাস্তার হাল ফেরাতে প্রশাসনের কাছে গেলেও ফল কিছুই হয়নি। বিষয়টি স্থানীয় সিপিএমের সোনাখালী এরিয়া কমিটির নজরে এলে গ্রামবাসীদের নিয়ে সাময়িকভাবে রাস্তার কাদার হাত থেকে মুক্তি পেতে ইঁট, বালি দিয়ে যাতায়াতের যোগ্য করার কাজ করা হয়। স্থানীয় সিপিএম নেতৃত্বের দাবি, কিছুদিন আগেই বেশকিছু তৃণমূল কর্মী সমর্থক তাঁদের দলে যোগ দিয়েছিলেন। মূলত আজ তারাই এই রাস্তা সারাইয়ের কাজে এগিয়ে আসেন। জানা গেছে, এদিনের এই রাস্তা সারাইয়ে নেতৃত্ব দেন সিপিএম নেতা অমল ঘোড়ই ও সেখ জাকির হোসেন। অন্যদিকে নিজের গ্রাম পঞ্চায়েত এলাকায় সিপিএমের এমন রাস্তা সারাইয়ের বিষয়টিকে সাধুবাদ জানিয়েছেন সাহাচক গ্রাম পঞ্চায়েত প্রধান প্রসেনজিৎ দিণ্ডা। তিনি বলেন, ওই রাস্তা মেরামতের জন্য বহু অর্থের প্রয়োজন। কয়েকটা ইঁট আর বালি ফেলে দিলে রাস্তা মেরামত হয়ে যায় না। তবুও মেরামতের উদ্যোগকে অবশ্যই সাধুবাদ জানাই। ওই রাস্তা সারাইয়ে কয়েক লক্ষ টাকার বরাদ্দ চাই। আমরা ইতিমধ্যেই ওই রাস্তা সারাইয়ের উদ্যোগ নিচ্ছি।