ক্ষীরপাই পৌর এলাকায় ধুন্ধুমার, রাস্তা অবরোধ

তনুপ ঘোষ, স্থানীয় সংবাদ, ঘাটাল: বেহাল পৌর এলাকার গুরুত্বপূর্ণ রাস্তা, রাস্তা মেরামত না হওয়ায় গাছের ডাল ও বেঞ্চ ফেলে রাস্তা অবরোধ [‘স্থানীয় সংবাদ’-এর সমস্ত কিছু জানতে এখানে ক্লিক করুন] করল পৌর এলাকার মহিলারা। গুরুত্বপূর্ণ রাস্তা অবরোধের জেরে যানজট সৃষ্টি হয়। খবর পেয়ে পৌর প্রশাসন ঘটনাস্থলে গিয়ে অবরোধকারীদের বোঝানোর চেষ্টা করে। অবরোধকারীরা চেয়ারম্যানকে ঘিরে বিক্ষোভ দেখান। পরে ঘটনাস্থলে পুলিশ যায়, পুলিশের দীর্ঘক্ষণের চেষ্টায় অবরোধ উঠে। ঘটনা  ক্ষীরপাই পৌরসভার তেলি বাজার এলাকায়।জানা,য়ায়, পৌরসভার ৩, ৬, ৭ নম্বর ওয়ার্ড সহ একাধিক গ্রাম পঞ্চায়েতের সাথে যোগাযোগকারী কদমকুণ্ডু থেকে গঙ্গা দাসপুর রাস্তা, আর সেই রাস্তায় দীর্ঘদিন ধরেই বেহাল হয়ে পড়ে রয়েছে। রাস্তায় দেখা দিয়েছে একাধিক গর্ত, এক পসলা বৃষ্টিতে রাস্তা যেন পুকুরে পরিণত হয়েছে। যান চলাচল দূরঅস্ত হেঁটে চলাই দায়। এলাকার বাসিন্দাদের লিখিত অভিযোগ থেকে শুরু করে একাধিকবার পৌরসভার দ্বারস্থ হয়েও রাস্তা মেরামত না হওয়ায় বিক্ষোভে সামিল হল মহিলারা। এলাকা মানুষের অভিযোগ, ২০১৯ সালে রাস্তাটি নিয়ে পৌরসভায় লিখিত অভিযোগ করা হয়েছে, এমনকি দিদিকে বলো পোর্টালে অভিযোগ জানানো হয়েছে কোনও সুরাহা হয়নি। তাই বাধ্য হয়ে মহিলারা অবরোধে নেমেছে। ওই পৌরসভার চেয়ারম্যান দুর্গাশংকর পান বলেন, রাস্তাটি নিয়ে ইতিমধ্যেই এক কোটি টাকার টেন্ডার হয়েছে শীঘ্রই কাজ শুরু হবে। আপাতত বর্ষার আগে অস্থায়ীভাবে রিপেয়ারিং করে দেওয়ার কাজ শুরু হয়েছে।

ঘাটাল মহকুমার সমস্ত আপডেট তে যুক্ত হন আমাদের সাথে!

'স্থানীয় সংবাদ'-এর সাংবাদিক। ক্ষীরপাই শহরে(পশ্চিম মেদিনীপুর) বাড়ি। চন্দ্রকোণা থানা এলাকার যে কোনও খবরের জন্য আমাকে কল করতে পারেন। •মো: 9153931055/9732784129/9732738015 •ইমেল: ss.ghatal@gmail.com