শ্রীকান্ত ভূঁইঞ্যা: ঘাটাল-পাঁশকুড়া সড়কের গৌরায় পথ দুর্ঘটনায় আহত এক বাইক আরোহী। আহত ব্যক্তির নাম অজিত পড়িয়া, বাড়ি দাসপুরের জগন্নাথপুরে। বর্তমানে তিনি গৌরার এক বেসরকারি নার্সিংহোমে ভর্তি। দুটি বাইকের দ্রুত গতিতে মুখোমুখি ধাক্কাতেই এই দুর্ঘটনা বলে জানা গেছে। দুর্ঘটনার জেরে আজ ২৫ ফেব্রুয়ারির বিকেলে গৌরার ব্যস্ততম রাস্তায় যানজট তৈরি হয়, পরে দাসপুর থানার পুলিশ ঘটনাস্থলে হাজির হয়ে যান চলাচল স্বাভাবিক করে।