এই মুহূর্তে ক্রীড়া/অনুষ্ঠান অন্যান্য সাহিত্য সম্পাদকীয় নোটিশবোর্ড

E-Paper

দাসপুর সোনামুইতে পথ দুর্ঘটনা, গুরুতর জখম বাইক চালক

Published on: November 8, 2020 । 12:38 PM

শ্রীকান্ত ভুঁইঞা: দাসপুর সোনামুইতে পথ দুর্ঘটনায় গুরুতর জখম বাইক চালক। একটি যাত্রীবাহী বাস ওভার টেক করতে গিয়ে এক বাইক চালককে সজোরে ধাক্কা মারলেই ওই দুর্ঘটনাটি ঘটে। ফলে গুরুতর জখম হন ওই বাইক চালক। বাইকচালকের পরিচয় জানা যায়নি। আজ ৮ সেপ্টেম্বর বেলা ১১টা৩০ মিনিট নাগাদ দুর্ঘটনাটি ঘটেছে ঘাটাল পাঁশকুড়া সড়কের সোনামুই বিএড কলেজ সংলগ্ন এলাকায়। ঘটনা সুত্রে জানা গিয়েছে, ঘাটাল গামী হাওড়া ঘাটাল বাসটি একটি ডিজিএমকে ওভারটেক করতে গিয়ে বাইক চালককে ধাক্কা মারে। গুরুতর জখম হন বাইক চালক। স্থানীয়রা বাইক চালককে উদ্ধার করে হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানোর ব্যবস্থা করেন।
•এই খবর সম্পর্কিত ভিডিওটি দেখতে চাইলে ▶এখানে ক্লিক করতে পারেন।
ঘাটাল মহকুমার সমস্ত খবর পেতে আমাদের MyGhatal মোবাইল অ্যাপ ডাউনলোড করুন [লিঙ্ক 👆] এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন[লিঙ্ক 👆]

শ্রীকান্ত ভুঁইঞা

'স্থানীয় সংবাদ'-এর সাংবাদিক। ঘাটাল মহকুমার যে কোনও খবরের জন্য আমাকে কল করতে পারেন। •মো: 9547022372/9427357237/9732738015 •ইমেল: [email protected] •মোবাইল অ্যাপ: https://play.google.com/store/apps/details?id=com.myghatal.eportal&hl=en ইউটিউব: https://www.youtube.com/c/SthaniyaSambad •ফেসবুক: https://www.facebook.com/SthaniyaSambad.Ghatal/