এই মুহূর্তে ক্রীড়া/অনুষ্ঠান অন্যান্য সাহিত্য সম্পাদকীয় নোটিশবোর্ড

E-Paper

রামগড় চাতালে পথ দুর্ঘটনা,আহত ২

Published on: August 3, 2020 । 9:46 PM

ঘাটাল মেদিনীপুর সড়কে দাসপুর থানার রামগড় চাতালে পথ দুর্ঘটনার কবলে এই বাইক। আহত বাইকে থাকা চালক সহ এক আরোহী। সোমবার রাত প্রায় সাড়ে ৭টা নাগাদ সড়কের নাড়াজোলের দিক থেকে বকুলতলার দিকে যাবার পথে এই দুর্ঘটনা। অপর কোনো গাড়ির সাথে ধাক্কা নয়,জানা গেছে নিজেরাই নিয়ন্ত্রণ হারিয়ে বেসামাল হয় এবং বাইক গতিতে থাকা অবস্থায় রাস্তা থেকে ছিটকে পড়ে। চোট লাগে দুই বাইক আরোহীর। স্থানীয়রাই আহতদের উদ্ধার করে ঘাটাল হাসপাতালে পাঠান। জানা গেছে আহতদের নাম,একজন রাজকুমার পাল ও অপর জন দেব পাল। তাদের বাড়ি দাসপুর থানার গোপীগঞ্জ এলাকায়।

সৌমেন মিশ্র

পাঠকের কাছে তথ্য ভিত্তিক সত্য সংবাদ পৌঁছে দেওয়াই আমার দায়িত্ব। মোবাইল-৯৯৩২৯৫৩৩৬৭