এই মুহূর্তে ক্রীড়া/অনুষ্ঠান অন্যান্য সাহিত্য সম্পাদকীয় নোটিশবোর্ড

E-Paper

দাসপুর রাজনগর থেকে উদ্ধার এক দুর্ঘটনাগ্রস্থ বাইক আরোহী

Published on: August 1, 2019 । 11:27 PM

বৃহস্পতিবার রাত প্রায় সাড়ে নটা নাগাদ ঘাটাল মেদিনীপুর সড়কে দাসপুর থানার হোসেনপুর রাজনগরের মাঝে এক মোড়ে এক দুর্ঘটনা গ্রস্থ বাইক আরোহীকে রাস্তা থেকে উদ্ধার করে হাসপাতালে পাঠালো পথচারী ও এলাকাবাসী।

ওই রাতে হঠাৎই এক বাইক আরোহীকে রাস্তার পাশের রেলিং এ আহত অবস্থায় পড়ে থাকতে দেখে তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য পাঠানো হয়। পুলিস সূত্রে জানা গেছে আহত ওই যুবকের নাম রঞ্জিত মল্লিক,পিতা বিশ্বনাথ মল্লিক মনসুকা কামারডাঙায় বাড়ি। বাড়ি ফেরার পথে এই দুর্ঘটনা।
তবে স্থানীয়দের বক্তব্য যুবকটি মদ্যপ অবস্থায় ছিল।(ছবি-মৃণালকান্তি জানা)

সৌমেন মিশ্র

পাঠকের কাছে তথ্য ভিত্তিক সত্য সংবাদ পৌঁছে দেওয়াই আমার দায়িত্ব। মোবাইল-৯৯৩২৯৫৩৩৬৭