এই মুহূর্তে ক্রীড়া/অনুষ্ঠান অন্যান্য সাহিত্য সম্পাদকীয় নোটিশবোর্ড

E-Paper

ক্ষীরপাইয়ে মর্মান্তিক পথ দুর্ঘটনা,মৃত ১

Published on: September 19, 2020 । 7:33 PM

শুভদীপ মণ্ডল:ঘাটাল চন্দ্রকোনা রাজ্য সড়কের চন্দ্রকোনা থানার ক্ষীরপাই হালদার দিঘি মোড়ে বাইকের ধাক্কায় এক বছর ৫২ এর পথচারীর মৃত্যু হল। ক্ষীরপাই ফাঁড়ি সূত্রে জানা যাচ্ছে শনিবার সন্ধ্যে প্রায় ৬টা নাগাদ চন্দ্রকোনা গামী এক বাইক বছর ৫২ এর সতীশ সতীশ পাতর নামে ক্ষীরপাই ৪ নম্বর ওয়ার্ডের দত্তপুকুর এলাকারই স্থানীয় বাসিন্দাকে ধাক্কা দিলে এই দুর্ঘটনা।

ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন সতীশ বাবু। স্থানীয়রাই তাঁকে উদ্ধার করে ক্ষীরপাই হাসপাতালে নিয়ে যায়,সেখানেই তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়। ঘাতক বাইক সমেত চালককে আটক করে পুলিশের হাতে তুলে দেয় স্থানীয়রাই। স্থানীয়দের অভিযোগ,মদ্যপ অবস্থায় চালক বাইকটি বেপরোয়া ভাবে চালানোয় এই দুর্ঘটনা।

সৌমেন মিশ্র

পাঠকের কাছে তথ্য ভিত্তিক সত্য সংবাদ পৌঁছে দেওয়াই আমার দায়িত্ব। মোবাইল-৯৯৩২৯৫৩৩৬৭

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now