শ্রীকান্ত ভুঁইঞা:ঘাটাল পাঁশকুড়া সড়কে আবারও পথ দুর্ঘটনা জখম ১ মহিলা। ঘটনা দাসপুর থানার খুকুড়দহে। আজ ৮ ফেব্রুয়ারী বিকেল প্রায় ৫টা নাগাদ ওই সড়কের খুকুড়দহ বাজারে রাস্তা পারাপারের সময় এক মহিলা বাইকের ধাক্কায় গুরুতর জখম হন বলে দাসপুর পুলিশ সূত্রে জানা গেছে।
আহত মহিলার নাম সন্ধ্যা ভুঁইঞা(৫০)। আহতের দুই পায়ে চোট। স্থানীয়রাই তৎপরতার সাথে আহত ওই মহিলার চিকিৎসা্র ব্যবস্থা করেন। উদ্ধারকারীদের ধারনা মহিলার দুই পায়ের হাড় ভেঙেছে। প্রত্যক্ষদর্শীরা জানান বাইকটি ঘাটালের দিকে যাচ্ছিল। বাইক সহ চালককে সনাক্ত করা সম্ভব হয়নি।








