সৌমেন মিশ্র: ঘাটাল গড়েরঘাট রাস্তায় যাত্রী সহ অটো উলটে মর্মান্তিক পথ দুর্ঘটনা। ঘটনাস্থলেই মৃত্যু এক মহিলার। মহিলার নাম রীনা পাল(৩৫)। দাসপুর থানার রাণীচকের পাশে কুমারচকে তাঁর বাড়ি। গুরুতর জখম অন্ততপক্ষে ন’জন। আজ ১৫ মার্চ রবিবার বিকেলে ঘাটাল গড়েরঘাট রাস্তায় ঘাটালের জোতকানুরামগড়ের চৌধুরী পাড়াতে ওই পথ দুর্ঘটনা ঘটেছে বলে পুলিশ সূত্রে জানানো হয়েছে। অতিরিক্ত যাত্রী নিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে এই পথ দুর্ঘটনা বলে স্থানীয়দের অভিমত। স্থানীয়রা বলেন, যদি অটোটি উল্টে কোলাগাছে না আটকে যেত তাহলে আরও প্রাণহানি হতে পারত।
ঘাটাল গড়েরঘাট রাস্তায় অটো উল্টে মৃত ১,গুরুতর জখম আরও ৯
By সৌমেন মিশ্র
Published on: March 15, 2020 । 5:50 PM







