ঘাটাল মেদিনীপুর সড়কের দাসপুর থানার তেমাথানিতে এম্বুলেন্স ও যাত্রীবাহী বাসের মধ্যে মুখোমুখি সংঘর্ষ,বরাত জোরে রক্ষে পেল এম্বুলেন্স চালক। সোমবার বিকেল চারটা নাগাদ দ্রুতগামী ঘাটাল থেকে আসা যাত্রীবাহী বাস এবং বকুলতলার দিকে যাওয়া দ্রুতগামী এক এম্বুলেন্সের মধ্যে সুরা বকুলতলার পরে তেমাথানির কাছে মুখোমুখি ধাক্কা। দুর্ঘটনায় এম্বুলেন্সের সামনের অংশ দুমড়ে মুচড়ে গেলেও উভয়গাড়ির কারও হতাহতের খবর নাই। এম্বুলেন্সে কেবল চালক ছিল।
জানাগেছে এম্বুলেন্সটি রাজনগর গ্রাম পঞ্চায়েতের। স্থানীয়দের অভিযোগ,ওই সড়কে বাসগুলির কেউই রাস্তার বাঁকমোড়ে গতিবেগ কমায় না,সাথে হর্নও দেয় না। এর জেরেই রাস্তার বাঁকে প্রায় দুর্ঘটনা। এলাকাবাসীর আরও অভিযোগ তাঁদের এলাকার মারুতি চালকরা বেশিরভাগই কানে মোবাইল লাগিয়ে ঘাড় মুড়ে গাড়ি চালায়। আর এলাকাবসীর ধারণা,আজকের এই দুর্ঘটনা এমনই কোনো কারণে ঘটেছে।
Home এই মুহূর্তে শিক্ষা/সাহিত্য/সংস্কৃতি ঘাটাল মেদিনীপুর সড়কের দাসপুর তেমাথানিতে এম্বুলেন্স ও যাত্রীবাহী বাসে মুখোমুখি সংঘর্ষ