ঘাটাল পাঁশকুড়া সড়কের পাঁচবেড়িয়ায় মর্মান্তিক পথ দুর্ঘটনা

ঘাটাল পাঁশকুড়া সড়কের দাসপুর থানার পাঁচবেড়িয়ায় মর্মান্তিক পথ দুর্ঘটায় আশঙ্কাজনক অবস্থায় এক ভ্যান চালক। শনিবারের দুপুরে দুপুর প্রায় ২টা ১৫ মিনিট নাগাদ এক পিক আপ ভ্যান ও ইঞ্জিন ভানের মধ্যে সংঘর্ষে আশঙ্কাজনক অবস্থায় ইঞ্জিন ভ্যান চালক। দুর্ঘটনায় আহত আরও কমপক্ষে এক।

ঘাতক পিক আপ ভ্যানের চালক পলাতক। ঘটনাস্থলে পৌঁছচ্ছে দাসপুর পুলিস। দুর্ঘটনার জেরে সাময়িকভাবে ব্যহত ঘাটাল পাঁশকুড়া সড়কের স্বাভাবিক যান চলাচল। গুরুতর জখম ওই ইঞ্জিন ভ্যান চালকের পরিচয় মেলেনি।

ঘাটাল মহকুমার সমস্ত আপডেট তে যুক্ত হন আমাদের সাথে!