দাসপুর থানার গৌরা থেকে জোতঘনশ্যাম যাবার পথে দুর্ঘটনার কবলে যাত্রীভর্তি ট্রেকার। স্থানীয়দের দাবি ট্রেকারের গতিবেগ তখন কমপক্ষে ৫০ থেকে ৬০ কিমি প্রতি ঘণ্টা,ট্রেকারের পিছনের বাম দিকের চাকাটি গাড়ি থেকে খুলে দ্রুতবেগে বেরিয়ে যায়। চাকার মুখে পড়ে এক বাইক।
আজ ৭ই নভেম্বর সকাল ১১টা নাগাদ এই দুর্ঘটনা ঘটে দাসপুর ২ নম্বর বক্লের চকসুলতান গ্রামের কন্যাশ্রী সেতুর কাছে। দুর্ঘটনার সময় ট্রেকারে প্রায় ৩০ জন যাত্রী ছিলেন। তবে যাত্রীদের তেমন ক্ষয় ক্ষতির খবর নেই। খুলে যাওয়া চাকার আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা এক বাইক।
স্থানীয়দের অভিযোগ,প্রায় সব ট্রেকারই গৌরা থেকে আসার সময় পলাশপাই আজুড়িয়া এলাকা থেকে তাদের গতিবেগ অত্যধিক হারে বাড়িয়ে দেয়। ভ্রুক্ষেপ থাকে না যাত্রী নিরাপত্তার। এই রাস্তায় যাতায়াতের একমাত্র মাধ্যম এই ট্রেকার তাই নিরুপায় যাত্রী সাধারণ।