এই মুহূর্তে ক্রীড়া/অনুষ্ঠান অন্যান্য সাহিত্য সম্পাদকীয় নোটিশবোর্ড

E-Paper

ঘাটাল-মাংরুল রাস্তায় দুটি মালবাহী ট্রাক পাশ দিতে গিয়ে পাল্টি খেয়ে দুর্ঘটনা

Published on: May 24, 2022 । 10:43 PM

মনসারাম কর, স্থানীয় সংবাদ, ঘাটাল: ঘাটাল-মাংরুল রাস্তার নিমতলায় দুটি মালবাহী গাড়ি একে অপরকে পাশ কাটাতে গিয়ে দুর্ঘটনা ঘটে। সপাটে পাল্টি খেয়ে গেল কোল্ড ড্রিংস ভর্তি ট্রাক। ঘটনায় গুরুতর আহত ট্রাকের এক খালাসি। তাঁকে উদ্ধার করে ঘাটাল মহকুমা হাসপাতালে পাঠিয়েছে ঘাটাল থানার পুলিশ। দুর্ঘটনার পরেই ট্রাকের চালক সহ অন্য এক খালাসি পলাতক। আজ ২৪ মে সন্ধ্যেবেলা দুর্ঘটনাটি ঘটেছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, আহত খালাসির নাম বিজয় সামন্ত, বাড়ি ঘাটাল থানার খড়ারে। দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে যান ঘাটাল থানার ওসি দেবাংশু ভৌমিক সহ অন্যান্য পুলিশকর্মীরা। দুর্ঘটনাগ্রস্ত ট্রাকটিকে উদ্ধার করার পাশাপাশি চারিদিকে ছড়িয়ে থাকা কোল্ড ড্রিংসের কাঁচগুলি সরিয়ে দেওয়ার ব্যবস্থা করা হয়েছে।

 

নিউজ ডেস্ক

‘স্থানীয় সংবাদ’ •ঘাটাল •পশ্চিম মেদিনীপুর-৭২১২১২ •ইমেল: [email protected] •হোয়াটসঅ্যাপ: 9933998177/9732738015/9932953367/ 9434243732 আমাদের এই নিউজ পোর্টালটি ছাড়াও ‘স্থানীয় সংবাদ’ নামে একটি সংবাদপত্র, MyGhatal মোবাইল অ্যাপ এবং https://www.youtube.com/SthaniyaSambad ইউটিউব চ্যানেল রয়েছে।