এই মুহূর্তে ক্রীড়া/অনুষ্ঠান অন্যান্য সাহিত্য সম্পাদকীয় নোটিশবোর্ড

E-Paper

ঘাটাল মহকুমা প্রশাসনের প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে নৃত্যে প্রথম অগ্নিবীণার

Published on: January 26, 2026 । 9:11 PM

নিজস্ব সংবাদদাতা, স্থানীয় সংবাদ, ঘাটাল: আজ ২৬ জানুয়ারি ঘাটাল মহকুমা প্রশাসনের উদ্যোগে আয়োজিত ৭৭ তম প্রজাতন্ত্র দিবসে ঘাটাল বিদ্যাসাগর স্কুল মাঠে নৃত্যে প্রথম স্থান অর্জন করল ঘাটালের অগ্নিবীণা নৃত্য সংস্থা। অতিথিদের সামনে দেশাত্ববোধক দারুণ একটি নৃত্য উপস্থাপনা করে এই কৃতিত্ব অর্জন করে ওই নৃত্যসংস্থা।

রবীন্দ্র কর্মকার

ঘাটাল মহকুমার যে কোনও ঘটনা ও তথ্য জানা থাকলে আমাকে সঙ্গে সঙ্গে শেয়ার করুন। মো: 9933998177