নিজস্ব সংবাদদাতা, স্থানীয় সংবাদ, ঘাটাল: আজ ২৬ জানুয়ারি ঘাটাল মহকুমা প্রশাসনের উদ্যোগে আয়োজিত ৭৭ তম প্রজাতন্ত্র দিবসে ঘাটাল বিদ্যাসাগর স্কুল মাঠে নৃত্যে প্রথম স্থান অর্জন করল ঘাটালের অগ্নিবীণা নৃত্য সংস্থা। অতিথিদের সামনে দেশাত্ববোধক দারুণ একটি নৃত্য উপস্থাপনা করে এই কৃতিত্ব অর্জন করে ওই নৃত্যসংস্থা।
ঘাটাল মহকুমা প্রশাসনের প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে নৃত্যে প্রথম অগ্নিবীণার
Published on: January 26, 2026 । 9:11 PM








