এই মুহূর্তে ক্রীড়া/অনুষ্ঠান অন্যান্য সাহিত্য সম্পাদকীয় নোটিশবোর্ড

E-Paper

প্রজাতন্ত্র দিবসে হাসপাতালে ও সংশোধনাগারে ফল ও শুকনো খাবার বিতরণ

Published on: January 26, 2026 । 8:49 PM

নিজস্ব সংবাদদাতা, স্থানীয় সংবাদ, ঘাটাল: ৭৭ তম প্রজাতন্ত্র দিবসে ঘাটাল মহকুমা হাসপাতালের রোগীদের ফল ও শুকনো খাবার বিতরণ করা হয়। ঘাটালের মহকুমা শাসক সুপ্রভাত চট্টোপাধ্যায়, হাসপাতালের চিকিৎসক ডা: শোভন দাস, শিশু চিকিৎসক ডা: শিশিরকুমার দাস, স্বাস্থ্য কর্মাদক্ষ পঞ্চানন মণ্ডল প্রমুখরা নিজ হাতে তা বিতরণ করেন। উপস্থিত ছিলেন ভারতীয় রেডক্রশের ঘাটাল শাখার রিলিফ ইনচার্জ শুভদীপ সিংহরায়, রেডক্রশের সদস্য মিলন জানা, ভোলানাথ ঘোষ। এদিন  ঘাটালের বৃদ্ধাশ্রম, মেন্টাল হোম, ঘাটাল মহকুমা সংশোধনাগারেও যাওয়া হয় বলে জানান।

রবীন্দ্র কর্মকার

ঘাটাল মহকুমার যে কোনও ঘটনা ও তথ্য জানা থাকলে আমাকে সঙ্গে সঙ্গে শেয়ার করুন। মো: 9933998177