এই মুহূর্তে ক্রীড়া/অনুষ্ঠান অন্যান্য সাহিত্য সম্পাদকীয় নোটিশবোর্ড

E-Paper

রেশনের চাল ও আটা মজুত,দাসপুরে গ্রেপ্তার ১

Published on: June 9, 2020 । 7:37 AM

শ্রীকান্ত ভুঁইঞা: রেশনের চাল ও আটা মজুদ রাখার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করল পুলিস। ওই ব্যক্তির নাম মদনমোহন মণ্ডল। বাড়ি দাসপুর থানার খুকুড়দহতে। দাসপুর থানার পুলিস জানিয়েছে, সোমবার তাঁর বাড়ি সংলগ্ন গোডাউন থেকে বেশ কয়েক গাড়ি চাল ও আটা আটক করা হয়েছে।

এদিন বিকেলে মদনমোহনকে গ্রেপ্তার করা হয়। মদনমোহন দীর্ঘদিন ধরে রেশন ডিলারদের কাছ থেকে রেশনের চাল ও আটা কিনে কালোবাজারে বিক্রি করে আসছেন বলে অভিযোগ। দাসপুর থানার পুলিস জানায়, এদিন পুলিস গোপন সূত্রে খবর পেয়ে মদনমোহনের গোডাউনে গিয়ে হানা দেয়।

সৌমেন মিশ্র

পাঠকের কাছে তথ্য ভিত্তিক সত্য সংবাদ পৌঁছে দেওয়াই আমার দায়িত্ব। মোবাইল-৯৯৩২৯৫৩৩৬৭