মনসারাম কর: ১৩ জানুয়ারী বুধবার ঘাটালের রাণীরবাজার নিউ প্রগতি সংঘের উদ্যোগে রক্তদান শিবির অনুষ্ঠিত হল। শিবিরে ৪ জন মহিলা সহ মোট রক্তদাতার সংখ্যা ৪১ জন। সংঘের সভাপতি পতিত পাবন দেঁড়ে ও সম্পাদক বাসুদেব মণ্ডল বলেন, নিউ প্রগতি সংঘের উদ্যোগে এটি তাদের প্রথম বর্ষের রক্তদান শিবির। সারাবছর অন্যান্য নানান সামাজিক অনুষ্ঠান হলেও বর্তমান সময়ে করোনা পরিস্থিতিতে মুমূর্ষ রোগীর পাশে দাঁড়াতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।