মন্দিরা মাজি, স্থানীয় সংবাদ, ঘাটাল:সুইচ টিপলেই বেরোবে বিশুদ্ধ পানীয় জল। একেবারে জলের দামেই মিলবে রিভার্স অসমোসিস তথা বিপরীত আস্রবণ পদ্ধতির বিশুদ্ধ পানীয় জল। মাত্র ৫ টাকায় ২০ লিটার। সাধারণ মানুষের সুস্বাস্থ্যের কথা ভেবেই রামজীবনপুর পৌরসভা অত্যাধুনিক রিভার্স অসমোসিস তথা RO প্লান্টের জল ওয়াটার এটিএমের মাধ্যমে খুব কম টাকায় আমজনতার হাতে তুলে দেওয়ার ব্যবস্থা করল। ঘাটাল মহকুমায় পাঁচটি পুরসভা থাকলেও এই ধরনের উদ্যোগ রামজীনপুর পুরসভাই প্রথম নিল।
রামজীবনপুর বাবুলাল ইন্সটিটিশনের সামনে আজ ১৭ নভেম্বর ওয়াটার এটিএমটির উদ্বোধনের সময় পুরসভার চেয়ারম্যান কল্যাণ তেওয়ারি বলেন, আমাদের পৌরসভায় প্রায় ২৬ হাজার মানুষের বসবাস। দিন দিন মানুষ বিভিন্ন রোগে ভুগছেন। বাড়ছে পেটের রোগ। মানুষকে বিশুদ্ধ পানীয় জল দেওয়ার জন্যই আমাদের এই ভাবনা। আজ আমরা একটি ওয়াটার এটিএম বসালাম। কিছু দিনের মধ্যে পুরসভা এলাকার মধ্যে আরও চারটি বসানো হবে। প্রত্যেকটির জন্য খরচ পড়বে গড়ে আট লক্ষ টাকা করে।
চেয়ারম্যান বলেন, ওয়াটার এটিএমে পাঁচ টাকার কয়েন দিলে ২০লিটার বিশুদ্ধ পানীয় জল মিলবে। আর দু টাকার কয়েন দিলে পাওয়া যাবে দু’লিটার জল। দিনে প্রায় দু’হাজার লিটার বিশুদ্ধ পানীয় জল সরবরাহ করতে পারবে এক একটি ওয়াটার এটিএম।
আগামী দিনে রামজীবনপুর বাসস্ট্যান্ড, নতুন বাজার, পুরাতন বাজার এবং পৌরসভার সন্নিকটেও একটি করে এই জলের মেশিন বসানো হবে। পৌরসভার পক্ষ থেকেই রক্ষণাবেক্ষণ করা হবে ওয়াটার এটিএমগুলি।